×
ব্রেকিং নিউজ :
৩২ সংগঠন নিয়ে ‘চট্টগ্রাম সঙ্গীত সংগঠন মোর্চা’র আত্মপ্রকাশ অসাম্প্রদায়িকতার প্রতীক পহেলা বৈশাখ আমাদের মূল চালিকাশক্তি : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব স্বপ্নকে বাস্তবে পরিণত করেন : অর্থ প্রতিমন্ত্রী চরম ব্যাটিং ধসে ১৪৩ রানে শেষ বাংলাদেশ ডেভিড স্লেটন মিল বাংলাদেশে মার্কিন বিশেষ রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হাবিবুর রহমান মোল্লার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারক করছেন : পলক আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড চালাবে : ওবায়দুল কাদের গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ এর ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
  • প্রকাশিত : ২০২০-০৫-০৩
  • ৯৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জেলার ৮১টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের অনুকূলে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ৯ লাখ ১০ হাজার টাকার অনুদান বিতরণ শুরু হয়েছে।
আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সদর উপজেলার মাদ্রাসাসমূহের মুহতারিমবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কোন শ্রেণী-পেশার মানুষ আর বঞ্চিত নয়। কওমী মাদ্রাসার দুস্থ ও এতিম শিক্ষার্থীরা এই অনুদান পেয়ে উৎসাহিত হবেন এবং তাদের শিক্ষা কার্যক্রম আরো বেগবান হবে।
তানজিমুল মাদারিসুল কওমীয়া বাংলাদেশ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ও তাঁর কল্যাণ কামনা করে বলেন, ইতোপূর্বে দেশের কোন সরকার প্রধান কওমী মাদ্রাসার শিক্ষার্থী বা মাদ্রাসায় অনুদান প্রদান করেননি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাদ্রাসাগুলোর দাওরা হাদিসের সনদকে স্বীকৃতি প্রদান করেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম বাসস’কে জানান, পর্যায়ক্রমে জেলার অন্য ছয়টি উপজেলা পর্যায়ে মাদ্রাসা প্রতি ১০ থেকে ২০ হাজার টাকার চেক দ্রুত প্রদান করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat