×
ব্রেকিং নিউজ :
গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ১ম ব্যাচে শতভাগ পাশ রুশ হামলার পর ইউক্রেনের খারখিভ এলাকা থেকে ৪ সহস্রা ধিক বাসিন্দা অপসারণ ফেনীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৫০ জন সুনামগঞ্জে পান্ডারখাল বাঁধ নির্মাণের সুবর্ণজয়ন্তী উদযাপন গণমাধ্যম কর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেয়া শুরু : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধি দল শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী ডোনাল্ড লু সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সফরে আসছেন : ওবায়দুল কাদের শ্রম আইন সংশোধনে ৪১টি পয়েন্ট নিয়ে আলোচনা চলছে : আইনমন্ত্রী কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৩৮ শতাংশ
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলীর জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার মাগরিবের নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজায় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ এবং শরীয়তপুর জেলা ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
এর আগে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্নেল (অব.) শওকত আলীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। শহীদ মিনারে এ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনার শেষে শওকত আলীর মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার ও বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিবর্গও শ্রদ্ধা জানান।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে শওকত আলীর মরদেহ শরীয়তপুর জেলার নড়িয়ায় নেওয়া হবে।
এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নড়িয়া শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় স্বাধীনতা ভবনে চির নিদ্রায় শায়িত হবেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat