×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১২-০৩
  • ৮৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল কেন্দ্রীয় কারাগার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য কারাবন্দীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
কারাগারের সংশ্লিষ্ট সুত্র জানায়, করোনা’র (কোভিড-১৯) ভয়াবহতা শুরুর পরপরই কারা হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থা করা হয়। যার ফলে এখনো পর্যন্ত কারাগারে কোন করোনা সংক্রমণের মত ঘটনা ঘটেনি। করোনা উপসর্গ দেখা দেয়ার পর বেশ কয়েকজন কারাবন্দির পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। কঠোর নজরদারির কারণে কারাগার এখনো পর্যন্ত করোনামুক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সম্প্রতি কারা হাসপাতালে রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদানে ১৫ থেকে ২০ জন কয়েদীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পরবর্তীতে এই কয়েদী প্রশিক্ষণের পরিমাণ বাড়ানো হবে।
জেলার মুহাম্মদ শাহ আলম বাসসকে জানান, মাঝে-মাঝে কারা হাসপাতালে রোগির চাপ বেড়ে যায়। তখন মাত্র ২ জন ডাক্তার ও ১ জন সহকারী দিয়ে কারা হাসপাতাল পরিচালনা করা সম্ভব নয়। যে কারনে কারাগার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে কয়েদীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, প্রকৃত রোগী ছাড়া সুস্থ কোন কারাবন্দী কারা হাসপাতালে থাকার সুযোগ নেই। হাসপাতালে থাকতে হলে তাকে অবশ্যই কারাবিধি মেনে রোগীর থাকার সুযোগ রয়েছে।
ব্যাথানাশক ও ঘুমের ওষুধ দেয়ার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, কারাগারের জেলার ও ডাক্তারের সহযোগিতা রয়েছে। এখন কারা হাসপাতালে প্রকৃত রোগীরা চিকিৎসা সেবা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat