×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো আজ সিলেটের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া শুরু হয়েছে।আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীসহ সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু করা হয়। এতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বই বিতরণকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে এবার সিলেটে প্রাথমিকে বই বিতরণকে প্রতি ক্লাসের শিক্ষার্থীদেরকে তিন ভাগে বিভক্ত করে অর্থাৎ আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে চলতি মাসের ১২ তারিখের মধ্যে সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
তিনি বলেন করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীর হাতে উৎসব ছাড়াই এবারে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছা ও সাহসী ভুমিকার কথা স্মরণ করে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে নতুন পাঠ্যবই হাতে পেতে শুরু করেছে শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন বই তুলে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও বই সংগ্রহের জন্য আজ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে সকল স্কুল ও মাদ্রাসাগুলো।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেট জেলায় এবার মাধ্যমিক স্তরে মোট বইয়ের চাহিদা ৪৪ লাখ ৬৬ হাজার ৬৪৮, দাখিল স্তরে ৯২ হাজার ৯৫৯ আর এবতেদায়ী স্তরে ৫ লাখ ৮২ হাজার ৭৫৮ কপি।
আর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সিলেট জেলায় প্রাক-প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ২৬ লাখ ৮৬ হাজার ৬২৬ কপি।
২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছে। এদিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat