×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম চান সিটি মেয়র চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে থেকে শুরু চাঁদপুরের দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগির সংখ্যা বাড়ছে : অর্থ প্রতিমন্ত্রী কারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে সে পরিস্থিতি তাদের নেই: ওবায়দুল কাদের ভোলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ : পররাষ্ট্রমন্ত্রী এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ জন, এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষরক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে সংক্রমিত ৭২ জনের মধ্যে সিলেট জেলার ৫৫, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৭৪৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫০ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪০২ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন, এরমধ্যে সিলেট জেলার ২৯, হবিগঞ্জের ৮ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হযেছেন ২০ হাজার ৫৪০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৬১২, সুনামগঞ্জের ২ হাজার ৬৯৪, হবিগঞ্জের ১ হাজার ৯৬৩ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ২৭১জন রয়েছেন।
গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলট বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে মোট মৃত সংখ্যা ৩৮৪ জনে দাড়িয়েছে, এরমধ্যে সিলেট জেলার ৩০৮,সুনামগঞ্জের ২৯,হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ১১ জন, এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ১৭৩ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে সিলেট জেলায় ১৬৫, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জে ৫ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৭৪ ও মৌলভীবাজার জেলায় ৩৭ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat