×
ব্রেকিং নিউজ :
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী বাংলাদেশ-সৌদির যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন মহান মে দিবস পালিত জাতির পিতার সমাধিতে রেড ক্রিসেন্ট'র নবনিযুক্ত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পর্ষদের শ্রদ্ধা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে : প্রধান বিচারপতি হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী দক্ষিণ চীনে সড়ক ধসে ১৯ জন নিহত গোপালগঞ্জে বিদেশে রফতানীযোগ্য নতুন জাতের বাসমতি ধানের ফসল কর্তন উৎসব
  • প্রকাশিত : ২০২১-০৭-৩১
  • ৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।
আজ শনিবার নেত্রকোনা সার্কিট হাউস থেকে জুম অন-লাইনে এ জেলার করোনা-ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে শিল্প সচিব এই গুরুত্ব আরোপ করেন।
জাকিয়া সুলতানা বলেন, করোনা ভাইরাসের বিস্তার-রোধে বিশ^ স্বাস্থ্য সংস্থার গাইড-লাইন অনুযায়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়-ঘোষিত নিয়মাবলী মানানোর জন্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের জন-প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীদের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবার, প্রতিষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিদের করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে করনীয় সম্পর্কে জনসচেতনতা  বাড়াতে এগিয়ে আসতে হবে।
শিল্প সচিব জেলা সিভিল সার্জন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং মেডিকেল কলেজের প্রিন্সিপালের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করা ও স্বাস্থ্য বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ রাখারও পরামর্শ দিয়েছেন। 
নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি ও অসীম কুমার উকিল এমপি অন-লাইনে সংযুক্ত ছিলেন।  
এছাড়াও নেত্রকোনা জেলার পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা পরিষদের চেয়ারম্যান, নেত্রকোনা জেলার সকল পৌরসভার মেয়র, জেলার সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহি অফিসারবৃন্দ, নেত্রকোনা জেলা করোনা-ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা এ অনুষ্ঠানে ভার্চ্যূয়ালি সংযুক্ত ছিলেন। 
শিল্প সচিব বলেন, সদর হাসপাতালের কার্যক্রমকে সিসি টিভির মাধ্যমে মনিটরিংয়ের আওতায় আনতে হবে। তিনি হাসপাতালের উন্নয়ন কার্যক্রম দ্রুত  সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম স্থাপনের প্রক্রিয়া শেষ কওে তা চালু করারও নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, শিল্পসচিব জাকিয়া সুলতানা  নেত্রকোনা জেলার করোনা প্রতিরোধে সমন্বয়কারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat