×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১১-০৯
  • ১০২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিবর্বষ এবং স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন মরিশাস-এর সহায়তায় মরিশাসের পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
ইউনোস্কোর ওয়ার্লড হেরিটেজ সাইট আপ্রাভাসি ঘাট, পোর্ট লুইসে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মরিশাসের জাতীয় ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস রক্ত সংগ্রহ করে।
হাইকমিশনার রেজিনা আহমেদ প্রথমেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোনদেরকেও গভীরভাবে স্মরণ করেন। তিনি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশীদেরকে ধন্যবাদ জানান। হাইকমিশনার বলেন, রক্তের কোন বিকল্প নেই এবং এটি প্রবাসী বাংলাদেশী রক্তদাতাদের পক্ষ থেকে মরিশাসের জনগণের প্রতি বিশেষ উপহার।
তিনি বলেন, হাইকমিশনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ ধরনের মানবিক কাজে সবসময় আপনাদের সহযোগিতা আশা করছি।
মরিশাসের এ জে জিটু হাসপাতালের আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক ডা. রামপাতি বলেন, বাংলাদেশ হাইকমিশন আয়োজিত আজকের এ রক্তদান কর্মসূচী এক অনন্য উদাহরণ। প্রবাসী বাংলাদেশীরা আমাদের পরিবারের অংশ এবং র্আত-মানবতার সেবায় তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবার জন্য অনুকরণীয়।
তিনি বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই মানবিক কর্মসূচীর ভূয়শী প্রশংসা করেন এবং তিনি নিজেও রক্তদান করেন।
কর্মসূচীতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বেচ্ছায় রক্তদান করেন।
হাইকমিশনার রেজিনা আহমেদসহ উপস্থিত অতিথিবৃন্দ রক্তদান করেন। অনুষ্ঠানে ৫৮ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat