×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২১-১১-১৫
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ কমিশনের (জেসি) ৫ম সভা আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আলী আল সায়েগ যৌথভাবে সভায় সভাপতিত্ব করেন। হাইব্রিড  পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় উভয় প্রতিনিধিদলের দলনেতা ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন। 
সভায় দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 
সভায় অর্থমন্ত্রী বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই একই সময়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরব আমিরাত সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের ভিত্তি স্থাপন হয়। 
তিনি বলেন, উভয় সরকারই সেই পথ অনুসরণ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার সম্ভাবনাকে আরও কাজে লাগাতে আগ্রহী। 
তিনি আরব আমিরাতে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ এবং দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করার  জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান। 
মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ গত এক দশকে গড়ে ৭ দশমিক ৪ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এখন আমরা সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে অভিন্ন বিভিন্ন স্বার্থের বিষয়ে বাংলাদেশ যে সহযোগিতা ও সমর্থন পেয়েছে তা অবশ্যই উল্লেখযোগ্য।
যৌথ কমিশন সভায় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করে এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য কতিপয় ক্ষেত্র চিহ্নিত করে। এসব ক্ষেত্রসমূহ হলো-দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন,জনশক্তি, কর্মসংস্থান ও কনস্যুলার সংক্রান্ত সহযোহিতা সম্প্রসারণ, বেসরকারি বিমান চলাচল, পর্যটন ও সাংস্কৃতিক ক্ষেত্র, বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা, আবুধাবী উন্নয়ন ফান্ডের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাত, সামদ্রিক পরিবেশ উন্নয়ন, কৃষি ক্ষেত্রে সহযোগিতা,স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতে সহযোগিতা এবং মানবিক ও দাতব্য সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারণ।
দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর একটি ‘সম্মত কার্যবিবরণী’ স্বাক্ষরিত হয়। উভয় প্রতিনিধিদলের দলনেতা সম্মত কার্যবিবরণীতে স্বাক্ষর করেন। পরবর্তী যৌথ কমিশন সভা আবুধাবিতে অনুষ্ঠানের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat