×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কার্যক্রম শুরু জয়পুরহাটে চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড গোপালগঞ্জ সদর উপজেলায় ২১২ প্রাণির ভ্যাক্সিনেশন প্রয়োগ ভোলায় ৭ হাজার ৭২৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে উচ্চপর্যায়ের কমিটি হাইকোর্টের পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমুহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে : পরিবেশমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন গণপূর্ত মন্ত্রী বরেণ্য ব্যক্তিদের জন্মভিটা সংস্কার করে পর্যটকদের জন্য আকর্ষনীয় করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশে গ্রিন এনার্জিতে বিনিয়োগ ও দক্ষকর্মী নেওয়ার প্রস্তাব অস্ট্রিয়ার
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আরচারি বাংলাদেশে এখনো খুব বেশি জনপ্রিয় খেলা হয়ে ওঠেনি।  তবে হাটি-হাটি করতে করতে খেলাটি  ইতোমধ্যেই  দেশে এগিয়েছে অনেক দূর।  যার প্রমান মিলেছে  সরাসরি  অলিম্পিকে  অংশ গ্রহনের মাধ্যমে।  অলিম্পিকে  যদিও  বাংলাদেশের  আরচাররা  এখন পর্যন্ত পদক পাননি।  তবে  সরাসরি অলিম্পিকে খেলতে  পারার যোগ্যতা অর্জন নি:সন্দেহে দেশের ক্রীড়াঙ্গনে অনেক বড় অর্জন।  অলিম্পিকে না পারলেও  বিশ্বকাপে রানার আপ হয়ে রৌপ্য পদক জয় করেছে  দেশ সেরা আরচার রোমান সানা।  এবার প্রথমবারের মত পদক এলো  এশিয়ান  আরচারিতে।  প্রতিপক্ষ  দল এবং তার শক্তিমত্তা বিবেচনায় এশিয়ার এ টুর্নামেন্ট  বিশ্বকাপের তুলনায় খুব পিছিয়ে নেই।  কেননা এ টুর্নামেন্টে  অংশ নিচ্ছে  অলিম্পিক স্বর্ন জয়ী কোরিয়া। অংশ নিচ্ছে শক্তিাশালী ভিয়েতনাম, ভারতের মত দেশগুলো। এশিয়ান  আরচারিতে বাংলাদেশ প্রথম অংশ গ্রহন করে ২০০৩ সালে, ১৩তম  আসরে।  ২০১৭ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্ট  আয়োজন করেছিল বাংলাদেশ আরচারি ফেডারেশন, ছিল পদক শুন্য। এর আগে আট বার অংশ  নিলেও  কোন পদকের স্পর্শ পায়নি  বাংলাদেশ।   তবে ইভেন্টটির  ২২তম আসরে  এবং দেশের নবমবারে একটি রৌপ্য এবং দুইটি তামাসহ মোট   তিনটি পদক পেয়েছে বাংলাদেশ। 
২২তম এশিয়ান আরচারির শেষ দিনে আজ টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল  কোরয়িার কাছে  পরাজিত হয়ে রৌপ্য পদক জিতেছে  
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের  ফাইনালে বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল জুটি  ১-৫ সেটে রিও অলিম্পিকে  স্বর্ন পদক জয় করা  কোরিয়ার রিও সু জং  এবং লি সিউংইউন  জুটির কাছে পরাজিত হয়ে সিলভার পদক পায়। 
এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে  প্রথম পদক জয় করে বাংলাদেশের  আরচাররা।  রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে  বাংলাদেশ (নাসরিন, বিউটি রায় ও দিয়া সিদ্দিকী) ৫-৩ সেটে ভিয়েতনামকে পরাজিত করে ব্রোঞ্জ জয় করে। 
একই দিন  দ্বিতীয় পদক জয় করে নেয় বাংলাদেশ।  টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মো: রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা) ৬-২ সেটে কাজাখস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ জয় করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat