×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রিসের প্রাক্তন প্রেসিডেন্ট করোলোস পাপুলিয়াস রোববার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
প্রেসিডেন্ট কাতেরিনা সাকেলারোপুলু এক বিবৃতিতে করোলোস পাপুলিয়াসের প্রতি শেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে বলেন, "তিনি দায়িত্ব পালনকালে দৃঢ়তার সাথে সামাজিক সংহতি ও জাতীয় ঐক্য রক্ষা করেছিলেন।"
পাপুলিয়াস ২০০৫ সালে নির্বাচিত ও ২০১০ সালে পুন:নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হিসেবে এক দশক দায়িত্ব পালন করেছেন। দেশটি বিগত দুই দশক আগে যখন গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়েছিল তখন ২০১০ সালে তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গুরু দায়িত্ব পালন করেছিলেন। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর পরামর্শে এ সময় কঠোর ব্যবস্থা গ্রহন করায় তার জনপ্রিয়তা ক্ষুন্ন হয়।
তিনি ১৯২৯ সালে উত্তর-পশ্চিম গ্রীসের আইওয়ানিনাতে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় পোল ভল্ট চ্যাম্পিয়ন ও জাতীয় ভলিবল দলের সদস্য ছিলেন।
পরবর্তীতে তিনি এথেন্স, ইতালি এবং জার্মানিতে আইন নিয়ে পড়াশোনা করেন এবং ১৯৬৩ সালে তিনি আইন পেশায় যোগ দেন।
গ্রিসে ১৯৬৭-১৯৭৪ সালের একনায়কত্ব চলাকালিন তিনি জার্মানিতে নির্বাসনে ছিলেন এবং প্যান- হেলেনিক সমাজতান্ত্রিক আন্দোলন (পাসোক)-এর প্রতিষ্ঠাতাদের অন্যতম।  
তিনি ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং সমাজতান্ত্রিক সরকারের পররাষ্ট্রমমন্ত্রী হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat