×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ১৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারী আন্দোলনের পথিকৃৎ সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের প্রয়াত সভানেত্রী আয়শা খানমের নামে দেশব্যাপি ৫৭টি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা পরিষদের সভানেত্রী ডা. ফওজিয়া মোসলেম আজ আনুষ্ঠানিকভাবে পাঠাগারগুলোর উদ্বোধন করেন।
মহিলা পরিষদ নেতৃবৃন্দ জানান, আয়শা খানম একজন দক্ষ সংগঠক হিসেবে নারী আন্দোলনের নেতৃত্ব দেয়ার পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে বই পড়া ও জ্ঞান চর্চ্চার অভ্যাস গড়ে তুলতে সচেষ্ট ছিলেন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ৫৭টি জেলা কার্যালয়ে “আয়শা খানম পাঠাগার” উদ্বোধন করা হয়।   
আয়শা খানমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সকালে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। নেত্রীর স্মরণে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় সুফিয়া কামাল ভবনের তৃতীয় তলায় এ পাঠাগার উদ্বোধন করেন।
মুক্তিযোদ্ধা আয়শা খানম ১৯৪৭ সালের ১৮ অক্টোবর নেত্রকোণার গাবড়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্র ইউনিয়নের একজন সক্রিয় কর্মী ছিলেন। সমাজে নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করে গেছেন। মহিলা পরিষদের সভানেত্রী হিসেবে দায়িত্বে থাকাকালীন ২০২১ সালের ২ জানুয়ারি ৭৪ বছর বয়সে তিনি পরলোক গমন করেন।  
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. নাজমুন নাহার, অধ্যাপক হান্নানা বেগম  ও সাহানা কবির, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা. প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খুরশীদা ইমাম, স্বাস্থ্য সম্পাদক দীপা ইসলাম, প্রচার ও গণমাধ্যম সম্পাদক মাহফুজা জেসমিন, সমাজকল্যাণ সম্পাদক হোমায়রা খাতুন, ঢাকা মহানগরের সদস্য, জাতীয় পরিষদ সদস্য এবং প্রয়াত আয়শা খানমের পরিবারের সদস্যসহ দেড় শতাধিক সংগঠক, কর্মী ও সদস্যবৃন্দ এ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রয়াত সভানেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন শায়লা কান্তা, অশ্রু ভট্টাচার্য এবং শাহজাদী শামীমা আফজালী শম্পা।
এছাড়াও প্রয়াত সভানেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের সদস্যবৃন্দ, রোকেয়া সদনের সদস্যবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat