×
ব্রেকিং নিউজ :
চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ২৮ জনের মনোনয়নপত্র জমা কক্সবাজার সৈকতে সার্ফিং প্রশিক্ষণ শুরু তাসকিন-সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি দেশের ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতির পিতার সমাধিতে পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  সক্ষম ব্যক্তিদের আয় বৃদ্ধিতে সহায়তা দিতে সরকার পেশা ভিত্তিক  প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও ঋন প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে।  
প্রতিমন্ত্রী আজ জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী সফট স্কীল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলে, কামার, কুমার, হিজড়া, বেদে, প্রতিবন্ধীসহ সমাজের অসচ্ছল  এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং  প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ হিসেবে তৈরি করছে। ফলে বাংলাদেশ বিভিন্ন  সামাজিক সূচকে ঈর্ষনীয়  অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিমন্ত্রী  সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে  ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী  কাঁশা শিল্পে নিয়োজিত ব্যক্তিদের আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে তুলতে এবং  উৎপাদন খরচ কমিয়ে এ শিল্পের পণ্য সামগ্রীকে সাধারণ ক্রেতাদের কাছে সুলভমুল্যে বিক্রির লক্ষ্যে  প্রয়োজনীয়  প্রশিক্ষণ প্রদানের আহবান জানান।
জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ  উদ্বোধনী অনুষ্ঠানে  আরও বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের শেখ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,  সদর ইউনিয়নের  চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী (শাহিন), পৌর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, প্রশিক্ষণার্থী  কামার শিল্পী নারায়ণ কর্মকার, অখিল চন্দ্র কর্মকার ও কুমার শিল্পী হারাধন পাল।
এরআগে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর মো. ফরিদুল হক খান দুলাল  অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য  প্রশাসন আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের বুস্টার ডোজের উদ্বোধন করেন।
এ ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী  আজ বিকেলে ইসলামপুর উপজেলার  গোয়ালেরচর ইউনিয়নের আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালেরচর মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালের চর কাছিমারচর বাজার রাস্তার উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat