×
ব্রেকিং নিউজ :
ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান তাপদাহের পর দেশে তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে : আশঙ্কা বিএমডি’র আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম শুরু, বন্ধ থাকবে আ্যসেম্বলি মানবিক সমাজ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী জ্ঞান ও বিজ্ঞানমনস্ক চিন্তাকে কাজে লাগাতে হবে : স্পিকার প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন দ্বিপাক্ষিক বাণিজ্যিক বাঁধা দূর করতে ভুটান ও বাংলাদেশ উভয় পক্ষ সম্মত দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে : ভূমিমন্ত্রী দু’টি বিদেশী এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হচ্ছে মে মাসে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাবেক ক্লাব এভারটনের কোচের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন ডার্বি কাউন্টি ম্যানেজার ওয়েইন রুনি।
প্রিমিয়ার লিগে ধুকতে থাকা এভারটন চলতি মাসে অভিজ্ঞ কোচ রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করার পর থেকে নতুন কোচের সন্ধানে আছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীণ কোচ হিসেবে ডানকান ফার্গুসনকে দায়িত্ব দেয়া হয়েছে। 
খেলোয়াড় হিসেবে দুই মেয়াদ কাটানো রুনি বর্তমানে দ্বিতীয় টায়ারের দল ডার্বির কোচের দায়িত্বে নিয়োজিত আছেন। করোনা মহামারিতে আর্থিক দিক থেকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ চ্যাম্পিয়নশীপের ক্লাবটি বর্তমানে ইংলিশ দ্বিতীয় টায়ারের লিগ টেবিলের তলানির থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। 
শুক্রবার এক সংবাদ সম্মেলনে রুনি বলেছেন, ‘এভারটন আমার এজেন্টকে প্রস্তাব দিয়েছে এবং খালি থাকা পদটির জন্য আমাকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়েছে। কিন্তু আমি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছি। আমি বিশ^াস করি ভবিষ্যতে আমি একদিন প্রিমিয়ার লিগের মানেজার হিসেবে দায়িত্ব পালন করবো এবং সেজন্য আমি শতভাগ ফিট আছি। এমনও হতে পারে সেই ক্লাবটি হয়তবা এভারটনই হবে, আর সেটা হলে আমার থেকে খুশী আর কেউ হবে না। কিন্তু এই মুহূর্তে ডার্বির সাথে আমার একটি প্রতিশ্রুতি আছে। এখন এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। 
ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সাবেক পোর্তো ম্যানেজার ভিটর পেরেইরা ও সাবেক চেলসি ম্যানেজার ফ্রাংক ল্যাম্পার্ড এভারটনের কোচের পদের তালিকায় এগিয়ে রয়েছেন। ২০ ম্যাচ পরে ১৯ পয়েন্ট নিয়ে এভারটন বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১৬তম স্থানে রয়েছে। রেলিগেশন জোন থেকে মাত্র চার পয়েন্ট দুরে রয়েছে ক্লাবটি। আন্তর্জাতিক বিরতির পর আগামী ৫ ফেব্রুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রেন্টফোর্ডকে আতিথেয়তা দেবে এভারটন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat