×
ব্রেকিং নিউজ :
স্মার্ট দেশ উপহার দিতে নিরন্তর কাজ করছে সরকার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদপ্তরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ স্থায়ী কমিটির গাজা যুদ্ধে নিহত ৩৫ সহস্রাধিক ফিলিস্তিনী সাংবাদিক প্রবেশের বিষয় স্পষ্ট করলো বাংলাদেশ ব্যাংক সরকারি পাটকল নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে: পাটমন্ত্রী দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি সুষম অর্থনৈতিক উন্নয়ন ছাড়া অভ্যন্তরীণ মাইগ্রেশন ঠেকানো সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী তরুণরাই স্মার্ট বাংলাদেশের অভিযাত্রার সূর্য সারথি : তথ্য ও সম্প্রচার সচিব পশুর প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় রাজধানীর মালিবাগ-সিদ্ধেশ্বরীর ক্ষুদ্র ব্যবসায়ী এবং কর্মচারীরা করোনার টিকা পেয়েছেন।
মগবাজার, মৌচাক, মালিবাগ, সিদ্ধেশ্বরী, খিলগাঁও, চামেলীবাগ ও পল্টনসহ এর আশপাশের মার্কেটগুলোতে কর্মরত প্রায় ৪ হাজার মানুষকে দেয়া হয় সিনোভ্যাকের প্রথম ডোজ টিকা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টিকা প্রদান কর্মসূচি।
রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করে ১৩টি বুথে টিকা দেওয়া হয়। আঠারো বছরের বেশি বয়সী দোকান মালিক ও কর্মচারীদের টিকা নিতে সহযোগিতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৩০জন ভ্যাকসিনেটর ও ২০জন স্বেচ্ছাসেবক।
রোববার সকালে কর্মসূচির উদ্বোধন করে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসীম উদ্দিন বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে টিকার কোন বিকল্প নেই। ফের লকডাউনে যেতে না চাইলে সকল পর্যায়ের ব্যবসায়ীদের করোনার টিকা নেয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে, বাংলাদেশ দোকান-মালিক সমিতির কেন্দ্রিয় সভাপতি মো. হেলালউদ্দিন ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকা নেননি এমন ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে না করার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব জহিরুল হক ভুইঞা ও মৌচাক মার্কেট বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ১২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনা টিকা দেয়া শুরু হয়। এরই মধ্যে উত্তরা ও মিরপুর জোনে প্রায় দশ হাজার মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা সিভিল সার্জন অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমগ্র-শহরের দোকান মালিক সমিতির ব্যবসায়ী এবং কর্মচারীরা এই টিকার সুবিধা পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat