×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৬৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্সে আয়োজিত ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২২’ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আশ্বাস দেন ডিএমপি কমিশনার।
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিহত ছয় পুলিশ সদস্যদের পরিবারের মতো আমরাও কেউ ভাবিনি তাদের পরিবারের সবচেয়ে ভালোবাসার মানুষটি এভাবে চলে যাবেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হারানোর বেদনা কত কষ্ঠের, কত কঠিন তা আমরা জানি।
তিনি বলেন, ‘পুলিশের সরকারি ফান্ড কম, তারপরেও বর্তমান আইজিপি’র ঐকান্তিক প্রচেষ্টায় বৃহৎ আকারে কল্যাণ ফান্ড গঠনের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আপনাদের পাশে আছি। যেকোন প্রয়োজনে আমাদেরকে জানালেই আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো’।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্র্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে পুলিশ সদস্যরা অত্যন্ত  গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে থাকে। কর্তব্য পালন করতে গিয়ে প্রতি বছর অনেক পুলিশ সদস্য নিহত হন। দায়িত্ব পালনকালে তারা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন তা গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে’।
আলোচনা সভার শুরুতে নিহত পুলিশ সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার এবং  যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat