×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ কমে আসায়  সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট  বিভাগে শারীরিক উপস্থিতিতে আজ বিচারকাজ শুরু হয়েছে। 
আজ সকাল ৯টার দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর থেকে হাইকোর্ট বিভাগে বেঞ্চগুলোতে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়েছে।
শারিরীক উপস্থিতিতে বিচারকাজ শুরু হওয়ায় আদালত চত্বরে আইনজীবীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে।
এদিকে, আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণা সকাল থেকে শুরু হয়েছে। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সব প্রবেশ মুখে উৎসব মুখর পরিবেশে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চেয়ে প্রচারনা চালাচ্ছেন। পাশাপাশি সমিতির মেইন বিল্ডিং থেকে এনেক্স ভবনে যাওয়ার করিডোরেও প্রার্থীদের পক্ষে প্রচারণা করছেন তাদের সমর্থকেরা।
শারীরিক উপস্থিতিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত হয়েছে ৩ মার্চ। নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় গত ১৯ জানুয়ারি থেকে সুপ্রিমকোর্টে শারিরীক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়। দেড় মাস পর সরাসরি বিচারকাজে ফিরলো দেশের সর্বোচ্চ আদালত। 
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ২০২০ সালের মার্চে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব আদালতেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ওই সময় বিচারব্যবস্থা বন্ধ ছিল। সুপ্রিমকোর্ট ২০২০ সালের ১১ মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম শুরু করে।  
করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকলে প্রথমে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু করা হয়। পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু করা হয়। পাশাপাশি ভার্চুয়ালিও চালু থাকে।  
তবে, আপিল বিভাগ এবং চেম্বার কোর্ট ভার্চুয়ালি চলছিল। দেড় বছরের বেশি সময় এ প্রক্রিয়ায় বিচারকাজ চলার পর গত বছরের ১ ডিসেম্বর থেকে সুপ্রিমকোর্টে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়। কিন্তু চলতি বছরের শুরুতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আপিল বিভাগের চেম্বার কোর্ট  ভার্চুয়ালি চালানোর সিদ্ধান্ত এসেছিল। এক পর্যায়ে সুপ্রিমকোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রম শুরু হয়।তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনায় তথ্য প্রযুক্তির ব্যবহার আইন ২০২০ প্রণয়ন করে সরকার। যা জাতীয় সংসদে পাস হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat