মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের চলতি ২০২২ সালের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা সংশ্লিষ্ট ব্যাংকে চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।
আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, শিক্ষক -কর্মচারীদের বেতন-ভাতার ৮টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড’র প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১৩ এপ্রি পর্যন্ত নির্ধারিত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা হতে মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশ শিক্ষক-কর্মচারীরা উত্তোলন করতে পারবেন।