×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিভাগীয় নগরী রংপুরে আগামী বুধবার (১ জুন) থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আবাসন মেলা। মেলায় রংপুরসহ দেশের বিভিন্ন স্বনামধন্য ৩৫ টি আবাসন প্রতিষ্ঠান, আবাসন পণ্য ও ফিন্যান্স প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠান প্রোপার্টি প্লাস ইভেন্টসের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মহাব্বত খান আজ সোমবার নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
বুধবার নগরীর ধাপ এলাকায় শীতল কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বসাধারণের জন্য মেলায় প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস, রিসোর্ট কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য সুবিধা মিলবে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, আর্কিট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইনটেরিওর ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, জমির আইন ও নির্মাণ সংক্রান্ত সব তথ্য প্রদানে সহযোগিতা করবে । আরও থাকবে ফায়ার সেফটি, সিকিউরিটি সাপোর্ট ও হোম লোন নিয়ে আবাসন করার সুবর্ণ সুযোগ। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ১০ থেকে ১৫ ভাগ বিশেষ মূল্য ছাড় থাকবে।
আয়োজক প্রতিষ্ঠানের সিইও মহাব্বত খান আরো বলেন, দেশের ধারাবাহিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এই উন্নয়নকে ত্বরান্বিত করাই এই মেলা আয়োজনের উদ্দেশ্য। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের উন্নত আবাসনের চাহিদা বাড়ছে। আবাসন মেলার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা সেতুবন্ধন গড়ে উঠবে।
সংবাদ সম্মেলনে লেক পার্ক সিটি লিমিটেডের সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রিহ্যাব রংপুর সভাপতি মোয়াজ্জেম হোসেন লাবলু, রংপুর রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান সরকার, লেক পার্ক সিটি লিমিটেডের প্রোজেক্ট ইঞ্জিনিয়ার সৈয়দ ফেরদৌস রহমান, সিসিডি হাউজিংয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, আদ্ব-দীন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আলী, ইতুশা বিল্ডার্সের চেয়ারম্যান আব্দুস সাত্তার শাহ, মমতা প্রোপার্টির সত্বাধিকারী অবসরপ্রাপ্ত কর্ণেল নেয়ামুল ইসলাম ফাতেমী, মোহনা হাউজিংয়ের সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat