×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ১০২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৪১৯ জন হজযাত্রী নিয়ে সরাসরি এবারের হজের প্রথম ফ্লাইট সিলেট থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করেছে।আজ মঙ্গলবার সকাল সোয়া দশটায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমান উঠার আগে বিমানবন্দরে সকল হজ যাত্রীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ এতথ্য নিশ্চিন্ত করেছেন।
তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে মোট যাত্রী ছিলেন ৪১৯ জন। এরআগে বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায় গত ৫ জুন। এবার সিলেট থেকে সরাসরি হজ যাত্রীদের নিয়ে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তী হজের দ্বিতীয় ফ্লাইটটি আগামী ৩০ জুন সিলেট থেকে পরিচালনা করা হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিমানবন্দর কনফারেন্স হলে সংক্ষিপ্ত ব্রিফিং আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এতে বলা হয় এবারের হজে ৬০ হাজার লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন,তারমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রায় অর্ধেক হজ যাত্রী যাওয়া আসা পরিবহন করবে,বাকিরা অন্যান্য এয়ার লাইন্স বহন করবে। তারা জানান, ২৮ জুন সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়া হজ যাত্রীসহ এপর্যন্ত বাংলাদেশ থেকে জেদ্দায় মোট ২৩ হাজার ৮০২ জন হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৩০০১,৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যাবহৃত হচ্ছে। সবমিলিয়ে এ বছর প্রি হজে সর্বমোট ৬৭ টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat