×
ব্রেকিং নিউজ :
চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ২৮ জনের মনোনয়নপত্র জমা কক্সবাজার সৈকতে সার্ফিং প্রশিক্ষণ শুরু তাসকিন-সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি দেশের ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতির পিতার সমাধিতে পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, রবিউল ইসলাম রুবেল (৪৫) ও জুবায়ের।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিকেল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম রুবেল মারা যান। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি মিরপুর ১৪ নম্বরে থাকতেন ।
আহত অবস্থায় জুবায়েরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । জুবায়েরের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, দুপুর ২টার দিকে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় কিরণমালা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ মোট ১০ জন আহত হন। তাদের রাজধানীর পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে আহত জুবায়ের মারা গেছেন। রুবেল মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের বেড়িবাঁধ এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিশ্বজিৎ জানান, বাসটি ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা লেগুনাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat