×
ব্রেকিং নিউজ :
টেকসই স্বাস্থ্য উন্নয়নে হেলথ প্রমোশন কর্মসূচি বাস্তবায়ন জরুরি মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার কারাগারে টঙ্গী থেকে দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস চালু ৮০ হাজার মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে : জাতিসংঘ শরণার্থী সংস্থা কেউ আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না: প্রধানমন্ত্রী আরটিআই আইনে তথ্য চাওয়ার ক্ষেত্রে নারীদের আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে : ড. আবদুল মালেক এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে অর্থ মন্ত্রণালয়ের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ স্মার্ট বাংলাদেশের জন্য চাই স্মার্ট ডেটা : অর্থ প্রতিমন্ত্রী বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন জাতির জন্য নিবেদিতপ্রাণ : পররাষ্ট্রমন্ত্রী ডলারের বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সঠিক : সালমান এফ রহমান
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- আইপিএলের ৫ম ম্যাচে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর জয় পায় চেন্নাই সুপার কিংস। এইদিন কলকাতার দেয়া ২০৩ রানের বিশাল টার্গেটে এক বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় চেন্নাই। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খুব দারুণ করে কলকাতা। আগের দিন ঝড় তোলা নারাইনকে হারালেও ক্রিস লিন ও রবিন উথাপ্পার ব্যাটে ষষ্ঠ ওভারেই দলীয় অর্ধশতক তুলে নেয় তারা। তারপর ক্রিস লিন ও উথাপ্পা সাজঘরে ফিরে গেলে দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। এরপরেই দলের হাল ধরেন আন্দ্রে রাসেল। উইকেটে এসে খেলার চিত্রই পাল্টে দেন তিনি। চেন্নাইয়ের বোলারদের পিটিয়ে অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে মাত্র ৭.৪ ওভারে গড়েন ৬৫ রানের জুটি। এরপর কার্তিক ফিরে গেলেও রাসেল ৩৬ বলে ১১ ছয় আর ১ চারে খেলেন অপরাজিত ৮৮ রানের একটি দারুণ ইনিংস। তার রানেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের হয়ে ২ টি উইকেট নেন সেন ওয়াটসন। ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে জয় তুলে নেয় ধোনির চেন্নাই। ব্যাটিংয়ে শুরু টা দুর্দান্তই করে চেন্নাই। ৫ ওভারের মধ্যে ৬৩ রান তুলে ম্যাচের সুর বেঁধে দেন দুই ওপেনার। মাঝপথে কিছুটা রানের গতি কিছুটা থেমে গেলেও শেষের দিকে স্যাম বিলিংসের ব্যাটে দারুণ ভাবে এগিয়ে যায় তারা। ১৯তম ওভারে বিলিংস ৫৬ রানে ফিরেন। টান টান উত্তেজনার এ ম্যাচে শেষ ওভারে ১৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। ব্যাট হাতে ছিলেন আগের ম্যাচের জয়ের নায়ক ব্রাভো এবং জাদেজা। ওভারের প্রথম বলেই ছক্কা মারেন ব্রাভো। এরপর শেষ দুই বলে ৪ দরকার থাকলে ছয় মেরেই জয় তুলে নেন জাদেজা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat