×
ব্রেকিং নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা কুড়িগ্রামে শিশু একাডেমি আয়োজিত স্কুলভিত্তিক নৃত্য প্রতিযোগিতা টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩, প্রধান অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনরগরবিশ্ববিদ্যালয়। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দাবি আদায়ের জন্য জাবি শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। প্রায় তিন হাজার শিক্ষার্থী প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে সমাবেশ করছেন। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সকল জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে সকাল থেকেই বিপুল পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাজোয়া যান নিয়ে অবস্থান করলেও শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা ঘটনাস্থল থেকে দূরে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা পুলিশের সাজোয় যানকে গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। যাতে সেটি চলাচল করতে না পারে। মহাসড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের শ্লোগানের পরশাপাশি গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া হলে ছাত্রলীগ নেত্রীর হাতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর নির্যাতনের ঘটনার শ্লোগান দিচ্ছে। এছাড়া কৃষ্টিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে শ্লোগান দিচ্ছেন তারা। ‘আমার বোনের রক্ত, বৃথা যেতে পারে না।’ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায়, কোটা বৈষ্যম্যের ঠাঁই নাই।’ ‘কোটা যদি দিতে হয় ১০ শতাংশের বেশী নয়।’ কোটা সংস্কারের আন্দোলন, চলছেই চলবে।’ ‘কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক।’ এমন শ্লোগান দিচ্ছেন তারা। মহাসড়কে অবস্থান নেয়ার আগে সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তিন হাজারের মতো শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি প্রশাসনিক ভবন, পরিবহন চত্ত্বর, চৌরঙ্গীর মোড়, ছাত্রীদের হল হয়ে প্রধান ফটকের সামন ঘুরে মহাসড়কে অবস্থান নেয়। এর আগে আন্দোলনকারীদের অবরোধে হামলার প্রতিবাদে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ক্লাস- পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত চলছে। সকাল থেকে কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে পূর্ব নিধারিত ফাইনাল পরীক্ষা এর আওতামুক্ত রাখা হলেও কোনো বিভাগেই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। যেসব বিভাগে ফাইনাল পরীক্ষা চলছিল তারাও তা স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat