×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর সিলেটে   আন্তঃজেলা পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সভাপতি ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান। 
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, সিলেট সেনানিবাসের এরিয়া কমান্ডারের প্রতিনিধি মেজর মোঃ আমিনুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) এ.এস.এম.কাসেম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ।
আজ উদ্বোধনী দিনে তরুণদের আন্ত:জেলা ফুটবলে মৌলভীবাজার জেলা দল টাইব্রেকারে ৪-১ গোলে সিলেট জেলা দলকে হারিয়ে ফাইনাল উঠেছে।
তরুণীদের ফুটবলে মৌলভীবাজার টাইব্রেকারে ২-১ গোলে সিলেট জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। তারাও হবিগঞ্জ জেলা দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে আগামী ২২ জানুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে।
এদিকে তরুণদের কাবাডিতে সিলেট জেলা ৩৩-১৭ পয়েন্টে হবিগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তরুণী বিভাগে হবিগঞ্জ জেলা কাবাডি দল ১৩-৯ পয়েন্টে মৌলভীবাজার জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat