×
ব্রেকিং নিউজ :
বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০২-০৫
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাঘী পূর্ণিমা উপলক্ষে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে ভবানী মন্দির প্রাঙ্গণে বসেছে পূণ্যার্থীদের মিলনমেলা। রোববার ভোর থেকেই শাঁখারী পুকুরের চারপাশে পূণ্যস্নানে মেতে ওঠেন দূর-দূরান্ত থেকে আসা পূণ্যার্থীরা।
বেলা বাড়ার সঙ্গে কানায়-কানায় পূর্ণ হয়ে যায় মন্দির প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা। এ উপলক্ষে দিনভর চলতে থাকে মেলায় কেনা-বেচা।
শেরপুর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে ভবানীপুর ইউনিয়নের এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের ৫১ পীঠের একটি তীর্থস্থান। বহুকাল থেকেই এখানে এই উৎসব চলছে।
ভবানী মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির সদস্য সুরেশ চৌহান ও পরিমল দত্ত জানান- প্রতিবছর মাঘী পূর্ণিমা উৎসবে যোগ দিতে ভারত, শ্রীলংকা, নেপালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন। ধর্মীয় শাস্ত্র মতে, মাঘী পূর্ণিমার দিনে এ স্থানে অংশ নিলে তার অতীত জীবনের পাপ মোচনসহ পূণ্যলাভ হয়। আর সেই আশায় দেশ বিদেশের হাজার-হাজার ভক্ত নর-নারী ও শিশু কিশোর মন্দিরের শাঁখা পুকুরে স্নান করেন। সেই সঙ্গে ঐতিহাসিক এই মন্দিরে রক্ষিত প্রতিমা দর্শন, পূজাঅর্চনা, ভোগদান, অর্ঘদান, মাতৃদর্শন করেন ভক্তরা। মন্দিরের পক্ষ থেকে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
মেলায় আশেপাশের এলাকা থেকে দোকানীরা মুড়ি, মুড়কী, ঝুঁড়ি দই, মিষ্টি, মাছ, খেলনা সামগ্রীসহ বিভিন্ন ধরণের পসরা নিয়ে বসে আছে। ক্রেতা তাদের পছন্দ অনুযায়ি কেনা-কাটা করছেন। মেলায় বিনোদনের জন্য বসেছে নাগরদোলা।
মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের বিশেষ টিম তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat