×
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইসভিলে সোমবার ২৫ বছর বয়সী এক ব্যাঙ্ক কর্মচারী তার কর্মস্থলে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে। ওই সহিংসতায় আরো অন্তত আটজন আহত হয়েছে। পুলিশ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। ইন্টারনেটে হামলার লাইভ ভিডিও প্রচারিত হয়েছে।
প্রাথমিকভাবে চারজনের মৃত্যুর কথা জানা যায়। তবে লুইসভিল কর্তৃপক্ষ সন্ধ্যায় ৫৭ বছর বয়সী আরো একজন নারীর মুত্যুর ঘোষণা দেয়। তিনি আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছেন।
পুলিশ সর্বশেষ এ মার্কিন গণহত্যায় বন্দুকধারী সন্ত্রাসি শেতাঙ্গ কনর স্টার্জন নামে শনাক্ত করে বলেছে, সে কেনটাকির বৃহত্তম নগরীর উপকন্ঠে অবস্থিত ওল্ড ন্যাশনাল ব্যাংকের কর্মচারী।
অন্তবর্তী পুলিশ প্রধান জ্যাকলিন গুইন-ভিলারোয়েল বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, সকাল ৮টা ৩৮ মিনিটে (গ্রিনীচ মান সময় ১২৩৮টায়) ব্যাঙ্কে গোলাগুলির খবর পাওয়ার পর তিন মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহভাজন বন্দুকধারী পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য গুলি ছোঁড়ে এবং পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়।
তিনি জানান, সন্ত্রাস চালানোর জন্য সন্ত্রাসি একটি রাইফেল বেছে নেয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে দুঃখজনক গণহত্যায় সাধারণভাবে ব্যবহৃত হওয়া হামলার অস্ত্র ছিল কিনা সে সম্পর্কে উল্লেখ করেননি।
গুইন-ভিলারোয়েল জানান, প্রাথমিক তথ্যে হামলাকারির বয়স ২৩ জানানো হয় তবে পরে পুলিশের আপডেটকৃত তথ্যে তার বয়স ২৫ নিশ্চিত করা হয়েছে। ইনস্টাগ্রামে হামলার লাইভ ভিডিও সম্প্রচার করা হয়।
সোশ্যাল মিডিয়া অ্যাপের মূল সংস্থা  মেটা’র একজন মুখপাত্র এএফপিকে বলেন, সংস্থাটি আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করে আজ সকালে এই মর্মান্তিক ঘটনার লাইভস্ট্রিমটি দ্রুত সরিয়ে দিয়েছে।
সন্দেহভাজন ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি, তবে সিএনএন একটি আইন প্রয়োগকারী উৎসকে উদ্ধৃত করে বলেছে, হামলাকারী ব্যক্তি হামলার ঘটনার আগে জানতে পারে যে, সে তার চাকরি হারাচ্ছে।
গুইন-ভিলারোয়েল বলেন, একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজনের অবস্থা গুরুতর। গুরুতরভাবে আহত ওই কর্মকর্তার মাথায় গুলি লেগেছে।
লুইসভিল পুলিশ বিভাগ বলেছে, হামলায় নিহত তিনজন পুরুষ ও অপর একজন নারী তাদের বয়স ৪০ থেকে ৬৪ বছরের মধ্যে।
নিহতদের  একজন লুইসভিলের  মেয়র টমি এলিয়ট( ৬৩)।
বন্দুক সহিংসতা আর্কাইভ-এর তথ্য অনুসারে, এটি সর্বশেষ বন্দুক সহিংসতা। ২০২৩ সালে ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত সহিংসতায় এ পর্যন্ত ৪,৯০০ জনেরও  বেশি  লোক মারা  গেছে।
প্রেসিডেন্ট  জো বাইডেন  ওয়াশিংটনের আইন প্রণেতাদেরকে বছরের পর বছর ধরে চলা অচলাবস্থা ভাঙতে এবং বন্দুকের সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat