×
ব্রেকিং নিউজ :
চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ২৮ জনের মনোনয়নপত্র জমা কক্সবাজার সৈকতে সার্ফিং প্রশিক্ষণ শুরু তাসকিন-সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি দেশের ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতির পিতার সমাধিতে পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল
  • প্রকাশিত : ২০২৩-০৫-১০
  • ২৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার কৃষকদের মাঝে বঙ্গবন্ধু ধান -১০০ ধীরে ধীরে জনপ্রিয়  হয়ে উঠছে। বিআর-২৮ ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওযায় সেই জায়গা দখল করছে বঙ্গবন্ধু-১০০ ধান। এ ধানের আশাব্যঞ্জক ফলাফল  পেয়েছেন কৃষক এমনটি  জানালেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান।
বগুড়ায় ২০০০-২১ সালে বঙ্গবন্ধু ধান-১০০ যাত্রা শুরু। তখন প্রদর্শনী খামার স্থাপন করে বিঘা প্রতি ২৮ মণ ধান পওয়া যায় বলে জানান জেলার কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ - পরিচালক এনামুল হক জানান, ২০০০ -২১ সালে মাত্র ১৫ হেক্টর জমিতে বঙ্গবন্ধু ধান -১০০ উৎপাদন হয় মাত্র ১৫ হেক্টর জমিতে। ২০২১-২০২২ সালেব বঙ্গবন্ধূ -১০০ ধান উৎপাদন হয় ২৫০ হেক্টার জমিতে।  এর পর ধানের ফলন ভালো হওয়ায় এ জাতের জনপ্রিয়তা বাড়তে থাকে। এর পর ২০২২-২৩সালে উৎপাদন বেড়ে ১৫৮৭ হেক্টরে।  এ জাতের ধান চিকন ও সাদা। এর জীবনকাল ১৪৮ দিন। এর গড়  ফলন  হেক্টরে ৭ দশমিক ৭ টন। উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টরে ৮ দশমিক ৮ টন পর্যন্ত ফলন হয়ে থাকে বলে কৃষি কর্মকর্তাদের দাবি।
এ ধানে রোগ বালাই অনেক কম হওযায়  কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। জেলার কৃষি কর্মকর্তারা মনে করেন যেহেতু বিআর-২৮ ধান রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সেহেতু বঙ্গবন্ধু ধান ১০০ সেই স্থান দখল করবে। কৃষি কর্মকর্তারা জানান. তারা  বিআর-২৮ ধান চাষে কৃষদের নিরুৎসাহিত করছেন। এ ধানে এ বছর রোগ বালাই এর আক্রমণে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে।
 বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের থালতা গ্রামের  কৃষক আবদুল মজিদ জানান  তিনি ২  বিঘা জমিতে বঙ্গবন্ধু ধান ১০০ রোপণ করেছিলেন। তিনি জানান গত মঙ্গলবার ধান কেটেছেন ।অন্য ধানে চেয়ে এ ধান অনেক ভালো , রোগ বালাই নেই।  বিঘাতে ২৭ মণ ধান পেয়েছেন। গত বছর তিনি বিআর-২৮ লাগিয়ে ছিলেন। সেই ধানে  অনেক সমস্য দেখা দেওয়ায় এবার বঙ্গবন্ধু ধান-১০০ লাগিয়েছেন। এখন অনেকে তার কাছ থেকে  বঙ্গবন্ধু ধান-১০০ বীজ বুকিং দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat