×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৬৬১২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘রাজধানীকে অপরাধ ও ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত পুলিশের অভিযান চলমান থাকবে। এর জন্য আমাদের যা করা প্রয়োজন, সবই করা হবে। যতো পরিশ্রম করা লাগে আমরা করবো।’
পুলিশের ডাটাবেজ অনুযায়ী রাজধানীতে প্রায় ৬ হাজার ছিনতাইকারী রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ডাটাবেইজে ছিনতাইকারিদের নাম আছে। আমাদের কাজ হল তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা। ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এরপর আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা জামিনে বের হয়ে আসে।’ 
কমিশনার বলেন, ‘ঈদের আগ থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিবুল হাসান রানাকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। 
রাজধানীর হাতিরঝিল এলাকায় ছিনতাইকারীর হামলায় রাকিবুল হাসান রানা আহত হন। আহত রানার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ডিএমপি কমিশনার। তার পরিবারসহ কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন কমিশনার। এসময় তিনি সুচিকিৎসার জন্য ডিএমপির পক্ষ থেকে রানার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিক রানার চিকিৎসার জন্য পুলিশ সার্বক্ষণিক খোঁজ রাখছে। হাসপাতালের ডাক্তারদের অনুরোধ করা হয়েছে তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত ছিলো তিনজন ছিনতাইকারী। ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। পলাতককেও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। তিনি বলেন, সাংবাদিক রানার উপর হামলাকারী গ্রেফতারকৃত দু’জনের মধ্যে একজন হল পাঠাও চালক ও অপরজন ইলিক্ট্রিসিয়ান। তারা নিজেদের পেশার পাশাপাশি ছিনতাইয়ের কাজে জড়িত।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ: মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩০ জুন দিবাগত রাত অনুমান ২টায় হাতিরঝিল এলাকায় ইন্ডিপেন্ডেন্ট টিভির দু’জন সাংবাদিক ছিনতাইকারীর কবলে পড়েন। তাদের মধ্যে সাংবাদিক রাকিবুল হাসান রানা ছিনতাইকারীর হাতে গুরুতর আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat