×
ব্রেকিং নিউজ :
সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে : প্রধান বিচারপতি হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী দক্ষিণ চীনে সড়ক ধসে ১৯ জন নিহত গোপালগঞ্জে বিদেশে রফতানীযোগ্য নতুন জাতের বাসমতি ধানের ফসল কর্তন উৎসব অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হলো না স্মিথ-ম্যাকগার্কের বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইসরায়েলের রাফাতে স্থল অভিযান হবে ‘নজিরবিহীন মানবিক বিপর্যয়’: জাতিসংঘ বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে ছিলেন সোচ্চার সর্বদা খাদ্যমন্ত্রী তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৬৭৫৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার বিকালে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম। 
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিসভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির, মুছা. নাজমুন নাহার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা-সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। 
এরআগে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ এবং ফাতেহাপাঠ ও দোয়া-মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া বিভাগীয় কমিশনার মোঃ সাব্বিরুল ইসলাম  গোপালগঞ্জ সার্কিট হাউস চত্বরে একটি বৃক্ষের চারা রোপণ করেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, প্রস্তুতিসভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে জাতির পিতার সমাধিসৌধ ও এর আশপাশের এলাকা নিছিদ্র নিরাপত্তা, নিরাপদ সড়ক যোগাযোগ, নিরাপদ খাবার পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ , হেলিপ্যাড প্রস্তুত রাখা, পবিত্র কোরআন খতম-সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর সমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat