×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৭৮৯৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় তার স্বামী-সতীনসহ তিজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে সদর উপজেলার মধুপুর ডাঙ্গাপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর ডাঙ্গাপাড়া গ্রামের আফসার আলীর ছেলে নূর আলম প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তিন বছর আগে রাণীশংকৈল উপজেলার গোগর সরকারপাড়া গ্রামের আব্দুল হকের মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রাখতে তাকে নিয়ে ঠাকুরগাঁও শহরের ভাড়া বাসায় বসবাস করতে থাকেন নূর আলম। এদিকে, ব্যবসার জন্য দ্বিতীয় স্ত্রীর কাছে দেড় লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। যৌতুক আনতে না পারায় নূর আলম তার ওপর নির্যাতন শুরু করেন। গত মঙ্গলবার ( ৮ আগস্ট) রাতে নূর আলম ওই ভাড়া বাসায় গিয়ে ফের যৌতুকের টাকার জন্য স্ত্রীকে চাপ দেন। বুধবার সকালে তিনি দ্বিতীয় স্ত্রীর মোবাইল ফোন নিয়ে গ্রামের বাড়ি মধুপুর চলে আসেন। বিষয়টি টের পেয়ে দ্বিতীয় স্ত্রীও নূর আলমের গ্রামের বাড়ি আসেন। এতে নূর আলম এবং তার প্রথম পক্ষের স্ত্রী রুনা বেগম ও ছেলে সুজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে ঝগড়া ও বাগবিতন্ডার একপর্যায়ে নূর আলম, তার প্রথম স্ত্রী ও তাদের ছেলে ভুক্তভোগীকে বেধড়ক মারধর করেন। তিনি যাতে পরবর্তীতে ওই বাড়িতে যেতে পারেন সেজন্য মাথার চুল কেটে দেন সতিন রুনা। নির্যাতনের একপর্যায়ে জ্ঞান হারালে মৃত ভেবে মরদেহ উদ্দেশ্যে বাড়ির পাশে বাঁশঝাড়ে ফেলে দেন তারা।
এদিকে, খবর পেয়ে রুহিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ ফোর্স নিয়ে গিয়ে বাঁশঝাড় থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রুহিয়া থানায় মামলা করলে পুলিশ নূর আলম, রুনা বেগম ও সুজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূকে মারধর করে মাথার চুল কেটে বাঁশঝাড়ে ফেলে রাখার ঘটনায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। আর নির্যাতনের সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারপরেও এ ঘটনায় আর কেউ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কিনা তা খতিযে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat