×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৭৯০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশিয়া কাপের মঞ্চে কাল দেখা হচ্ছে বিশ^ ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তানের। এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত দু’দলের খেলোয়াড়রা। মাঠের লড়াইয়ে আবারও শামিল হবার আগে ভারতের ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা বিরাট কোহলির প্রশংসা করেছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার শাদাব খান। গেল বছর টি-টোয়েন্টি বিশ^কাপে কোহলির ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসের স্মৃতি স্মরণ করে  শাদাব বলেন, ঐ ম্যাচে কোহলি আমাদের বিপক্ষে যা করেছে, এমনটা আর কেউই করতে পারেবে না।
গেল বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নে গ্রুপ-২এর ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। টিম ইন্ডিয়ার বোলিং নৈপুন্যে  ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ৩১ রানে ৪ উইকেট হারিয়ে খাদেও কিনারায় পড়ে যায় ভারত। এ অবস্থায় পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন কোহলি ও হার্ডিক পান্ডিয়া। ৭৮ বলে ১১৩ রান যোগ করে ভারতকে জয়ের পথে রাখেন তারা।
৩৭ বলে ৪০ রান করে পান্ডিয়া ফিরলেও, ভারতের আশা বাঁচিয়ে রাখেন কোহলি। শেষ ৩ ওভারে ৪৮ রান দরকার পড়ে ভারতের। কোহলির ব্যাটে শেষের দিকে সমীকরন মিলিয়ে অবিস্মরনীয় জয়ের স্বাদ পায় ভারত। ৬টি চার ও ৪টি ছক্কায় ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি।
কোহলির সেই ইনিংস নিঃসন্দেহে এখনও তাজা হয়ে আছে ক্রিকেটপ্রেমিদের মনে। ভুলতে পারেনি পারেননি পাকিস্তানের শাদাবও। আবারও ভারতের মুখোমুখি হবার আগে কোহলির সেই মহাকাব্যিক ইনিংসকে স্মরণ করিয়ে দিলেন শাদাব।
তিনি বলেন, ‘কোহলি যে মানের ব্যাটার, বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে সে যেভাবে আমাদের বিপক্ষে পারফর্ম করেছে, আমার মনে হয় না বিশ্বের অন্য কোনও ব্যাটার আমাদের বোলিং লাইনআপের বিপক্ষে এভাবে পারফর্ম করতে পারবে। মূল সৌন্দর্যটা হচ্ছে যেকোনো মঞ্চে যেকোনো সময় এমন পারফর্ম করতে পারে কোহলি।’
পাকিস্তানের বিপক্ষে কোহলির পারফরমেন্স ঈর্ষনীয়। ওয়ানডেতে পার্শবর্তী দেশটির  বিপক্ষে ১৩ ইনিংসে ৪৮ দশমিক ২৩ গড়ে ৫৩৬ রান করেছেন কোহলি। এই ফরম্যাটে কোহলির আছে সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস। ক্যারিয়ার সেরা ইনিংসটি এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষেই করেছিলেন তিনি। ২০১২ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩৩০ রানের টার্গেটে ২২টি চার ও ১টি ছক্কায় ১৪৮ বলে ১৮৩ রানের অসাধারন ইনিংস খেলেন কোহলি।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে উজ্জল কোহলির ব্যাট। ১০ ইনিংসে ৮১ দশমিক ৩৩ গড়ে ৪৮৮ রান আছে তার।
শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষেই নয়, সব মিলিয়ে বিশ^ ক্রিকেটেও দুর্দান্ত সব পারফরমেন্স আছে কোহলি। এজন্য কোহলিকে বিশ^সেরা ক্রিকেটার বলতে ভুল করেননি শাদাব। তিনি বলেন, ‘অবশ্যই, সে বিশ্বসেরা ক্রিকেটারদের একজন । তার মুখোমুখি হবার আগে অনেক পরিকল্পনা করতে য়। আন্তর্জাতিক ক্রিকেটে মনস্তাত্ত্বি¡ক খেলাও প্রচুর হয়। এই লেভেলে খেলার মতো স্কিল অবশ্যই আপনার থাকতে হবে। কিন্তু বোলার কিভাবে ব্যাটারকে বা ব্যাটার কিভাবে বোলারের মনের অবস্থা বুঝবে সেটা পরিস্থির উপর নির্ভর করে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat