×
ব্রেকিং নিউজ :
উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে : হুইপ কমল মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে একজন নিহত, আহত ১০ রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাটের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় নামাজ আদায় সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭৬৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।   
একই সাথে পাকিস্তানের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন সাকিব। ব্যাটিং সহায়ক উইকেটে গতিময় পেসের সাথে লাইন লেন্থ বজায় রেখে বোলিং করেছে পাকিস্তানের বোলাররা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, আমরা শুরুতেই হেরে গেছি, তারা সত্যিই খুব ভালো বোলিং করেছে এবং আমরা কিছু সাধারণ মানের শট খেলেছি। এই ধরনের উইকেটে ১০ ওভারের মধ্যে আমাদের ৪ উইকেট হারানো উচিত হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমাদের খুব ভালো জুটি হয়েছিলো। আমাদের আরও ৭-৮ ওভার খেলা উচিত ছিলো। আমি আউট হবার পর আর কোন জুটি হয়নি। এই ধরনের উইকেটে খুবই বাজে ব্যাটিং পারফরমেন্স করেছি আমরা।’
মিড উইকেটে ক্যাচ দিয়ে শুরুতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেহেদি হাসান মিরাজ আউট হলেও দারুন কিছু শটে দলকে সঠিক পথে রেখেছিলেন লিটন দাস। মোহাম্মদ নাইমকে নিয়ে জুটি গড়ার চেষ্টা ক্েরন লিটন। কিন্তু আফ্রিদির লাফিয়ে উঠা বল সামলাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন। নাসিম শাহ-আফ্রিদি ও হারিস রউফের তোপে ৯ দশমিক ১ ওভারে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপর পঞ্চম উইকেটে ১০০ রানের জুটি গড়ে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচান সাকিব ও মুশফিক। সাকিব ৫৩ ও মুশফিক সর্বোচ্চ ৬৪ রান করেন। কিন্তু উইকেটে সেট হয়েও বাজে শট খেলে বিদায় নেন দুই সিনিয়র ক্রিকেটার। এতে ৩৮ দশমিক ৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার রউফ।
জবাবে ওপেনার ইমাম উল হক ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৩৯ দশমিক ৩ ওভারে জয়ের স্বাদ নেয় পাকিস্তান। ইমাম ৭৮ ও রিজওয়ান অপরাজিত ৬৩ রান করেন।
সাকিব বলেন, ‘বিশে^র এক নম্বর দল পাকিস্তান। তাদের বিশ^ মানের সেরা ফ্রন্টলাইন বোলার আছে। বোলাররা  ভালো করলে  ব্যাটারদের কাজটা সহজ হয়ে যায়।’
একই সাথে নিজ দলের বোলারদেরও প্রশংসা করেছেন সাকিব। পুঁজি কম থাকা সত্বেও কিছু সময় পাকিস্তানের ব্যাটারদের চাপে ফেলেছিলো বোলাররা। সাকিব বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছি। এই মুর্হূতে ব্যাটিং ভালো ও খারাপ মিলিয়ে হচ্ছে। আমাদের ধারাবাহিক হতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করবো। আমাদের তিন পেসার দারুন বল করেছে। গত কয়েক বছর ধরে ভালো বোলিং করছে তারা।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা উইকেট শিকার করতে পারিনি। এটি এমন উইকেট ছিলো না, যেখানে ব্যাটাররা ভুল না করলে আপনি উইকেট পেতে পারেন। আমি এলপিএল (শ্রীলংকায়) খেলাকালে  উইকেট ধীর গতির ছিলো। যদি এমন হয়ে থাকে, তাহলে সেটি আমাদের জন্য ভালো হবে। আশা করছি কলম্বোতে আমরা ভালো খেলবো।’
আগামী শনিবার সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। জয়ের ধারায় ফিরে আসার স্বপ্ন দেখছেন সাকিব। গ্রুপ পর্বে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
সাকিব বলেন, ‘এ ম্যাচকে গুরুত্বসহকারে নিতে হবে এবং পরের ম্যাচের জন্য এগিয়ে যেতে হবে। কারন খুব তাড়াতাড়ি  আমাদের আরও একটি ম্যাচ আছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat