×
ব্রেকিং নিউজ :
চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ২৮ জনের মনোনয়নপত্র জমা কক্সবাজার সৈকতে সার্ফিং প্রশিক্ষণ শুরু তাসকিন-সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি দেশের ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতির পিতার সমাধিতে পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৬৭৭৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের দুগ্ধ খাতের উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক ও শীর্ষস্থানীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ ডেইরী’র মধ্যে সাপ্লাই চেইন ফ্যাইন্যান্স সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক স্থানীয় মুখ্য কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মাইনুল ইসলাম খান ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান এবং প্রাণ এর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  
এই চুক্তির ফলে প্রাণ এর দুগ্ধ খামারীরা দুধ সরবরাহের সাথে সাথে দুধের মূল্য ডিজিটাল ব্যাংক হিসাবের মাধ্যমে পেয়ে যাবেন। অপরদিকে দুগ্ধ খাতের বিকাশে বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছ থেকে ‘প্রাণ’ প্রয়োজনীয় অর্থায়ন পাবে।  
এ বিষয়ে মো. নাসিরুজ্জামান বলেন, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ইতিহাসে সর্বপ্রথম ডিজিটাল পদ্ধতিতে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হলো। দেশের দুগ্ধ খাতকে এগিয়ে নিতে এ পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
উজমা চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ স্মার্ট বাংলাদেশের পথে ধীরে ধীরে এগিয়ে যেতে আমাদের সহায়তা করবে। প্রাণ ডেইরী প্রান্তিক দুগ্ধ চাষীদের কাছ থেকে দুধ সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন দুগ্ধজাত পণ্য পাস্তুরিত দুধ, গুড়া দুধ, ঘি, স্বাদযুক্ত দুধ, দই, মিষ্টি, মাঠা, চিজসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণন করে আসছে। দুধের বহুমুখী ব্যবহার একদিকে যেমন দেশের পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখছে, অন্যদিকে প্রান্তিক দুগ্ধ চাষীদের ন্যায্যমূল্য পেতে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উদ্যোক্তা হতে সহায়তা করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat