×
ব্রেকিং নিউজ :
উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনাকেও হাইলাইট করতে হবে : হুইপ কমল মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে একজন নিহত, আহত ১০ রাঙ্গামাটিতে মন্দিরের ভিত্তিপ্রস্তুর স্থাপন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাটের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় নামাজ আদায় সরকার দুর্যোগ মোকাবেলায় যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে : অর্থ প্রতিমন্ত্রী সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি সাংস্কৃতিক কর্মকান্ডে যদি প্রবাহ না থাকে, তাহলে সভ্যতা টিকতে পারে না : গণপূর্তমন্ত্রী ক্ষমতার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে : ওবায়দুল কাদের উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ : সিলেটে ইসি আনিছুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৮১৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপে গতকাল হায়দারাবাদে শ্রীলংকার দেয়া ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। ম্যাচ সেরা মোহাম্মদ রিজওয়ান বলেছেন বড় টার্গেট তাড়া করার ব্যপারে পাকিস্তান আত্মবিশ্বাসী ছিল। 
উইকেটরক্ষক-ব্যাটার রিজওয়ান ১৩১ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে জয় উপহার দেন। ওপেনার আব্দুল্লাহ শফির ১০৩ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিসহ ১১২ রানের ইনিংস খেলেছেন। 
 নিজেদের মধ্যে আত্মবিশ্বাসই কাল জয়ের মূলমন্ত্র ছিল উল্লেখ করে  রিজওয়ান বলেণ , ‘আমরা জয়ের লক্ষ্য তাড়া করার ব্যপারে আত্মবিশ্বাসী ছিলাম’
ওয়ানডে বিশ্বকাপে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে  এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে ২০১১ সালে ব্যাঙ্গালোরে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৮ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটে জয়ী হয়েছিল আয়ারল্যান্ড যা এতদিন পর্যন্ত বিশ্বকাপে রেকর্ড ছিল। 
তৃতীয় উইকেটে শফিকের সাথে ১৭৬ রানের পার্টনারশীপ গড়েন রিজওয়ান। শফিকের প্রশংসা করে রিজওয়ান বলেছেন, ‘সে খুবই ভাল খেলেছে। স্কোরবোর্ডে যখন ৩৪৫ রানের টার্গেট থাকে তখন একজন ওপেনার হিসেবে মাথার উপর অনেক বড় বোঝা থাকে। তখন ব্যাট হাতে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।’
রিজওয়ান জানান শেষ ২০ ওভারে  টার্গেট সেট করার পরিকল্পনা তাদের ছিল, ‘এটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল। সে কারনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বোর্ডের দিকে তাকাবো না। শেষ ২০ ওভারে টার্গেট স্থির করবো। সেটাই করেছি, সফলও হয়েছি। শফিক ইনিংস গড়ে দিয়ে গেছে। যে কারনে রান তাড়া করা সহজ হয়েছে। 
শেষ ২০ ওভারে পাকিস্তান ১৬৩ রানে লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে নেয়। 
ভারতের বিপক্ষে একই ম্যাচে একই পরিকল্পনা নিয়ে পাকিস্তান মাঠে নামবে উল্লেখ করে রিজওয়ান বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। আজকের ম্যাচটি আমাদের আত্মবিশ্বাস যোগাবে। এই একই পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নামবো।’
শ্রীলংকা স্পিনার মাহিশ থিকশানা বলেছেন তার দলে অন্তত ২০ রান কম হয়েছিল। তিনি বলেন, ‘আমি মনে করি শেষ ১০ ওভারে আমাদের আরো ২০ রান করা উচিত ছিল। এমনকি বোলিংয়েও আমরা অনেক ভুল করেছি। আমাদের পরিকল্পনা নিয়ে কোন অযুহাত দেবার কিছু নেই। সত্যি বলতে কি শেষ ১০ ওভারে উইকেট কিছুটা মন্থর হয়ে গিয়েছিল। পাকিস্তান অনেক বেশী স্লোয়ার ডেলিভারি দিয়েছে। আমরা আমাদের পরিকল্পনা কাজে লাগাতে পারিনি।’
আগামী ১৬ অক্টোবর শ্রীলংকা তাদের পরবর্তী ম্যাচে লাক্ষেèৗতে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat