×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৪৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ক্রিসেন্ট হাইটেক কোম্পানি লিমিটেড একটি কার্যকর ঔষধ উপকরণ বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন জোনসমূহের মধ্যে এটিই প্রথম এপিআই কারখানা। কোম্পানিটি বিভিন্ন ধরনের ঔষধ তৈরির উপকরণ উৎপাদন করতে ৭৬ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বেপজার সাথে আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ক্রিসেন্ট হাইটেক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জি ওয়েইমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে এপিআই উৎপাদনের এ কারখানা একটি নতুন সংযোজন। তিনি বলেন, টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্যের নির্ভরতা হ্রাস করে রপ্তানি বহুমুখীকরণ নিশ্চিত করতে বেপজা ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স পণ্য, সফ্টওয়্যার, নবায়নযোগ্য জ্বালানি প্রভৃতি বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে প্রাধান্য দিচ্ছে। এরই অংশ হিসেবে ক্রিসেন্ট হাইটেক এর সাথে আজ এই চুক্তি স্বাক্ষরিত হলো।
ক্রিসেন্ট হাইটেক কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান জি ওয়েইমিন বলেন, খুব দ্রুত তারা কারখানার নির্মাণ কাজ শুরু করবেন। কারখানায় উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হবে। 
উল্লেখ্য, বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্পকারখানা স্থাপনের লক্ষ্যে ক্রিসেন্ট হাইটেকসহ ২৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দিল বেপজা যাদের অধিকাংশই বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে। এসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি মার্কিন ডলারেরও অধিক। 
এই প্রতিষ্ঠানটি বার্ষিক ৩১৫ টন ১.৪-ডিহাইড্রোক্সি এনথ্রাকুইনন, ১৮৯ টন ১.৪-ডায়ামিনো এনথ্রাকুইনন, ৬৬১ টন গ্লাইকিউরেসিস ২৬ ও ৫৩ এবং ৬২৯ টন হেপাটাইটিস সি ৩০ ও ২৭ উৎপাদন করবে। কারখানাটিতে ২০৭৭ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্বাহী পরিচালক (প্রশাসন) আ.ন.ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ, বিনিয়োগ পরামর্শক এজেডএম আজিজুর রহমান ও  প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat