×
ব্রেকিং নিউজ :
গোপালগঞ্জে ব্রি হাইব্রিড ধান ৮ এর মাঠ দিবস মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ২ আসামির পক্ষে সাফাই সাক্ষ্য শেষ : যুক্তিতর্ক ২৪ জুলাই বাংলাদেশে আসছেন নেপালের প্রধান বিচারপতি চট্টগ্রামে বিএএফ’র প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা হামাসের নৌ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল ইসরাইল রাফায় হামলা চালালে কামান ও অন্যান্য অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়া হবে : বাইডেন ম্যারাডোনার চুরি যাওয়া ‘গোল্ডেন বল’ নিলামে উঠছে জান্নাতুল পিয়া’র হাসি! ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-১৫
  • ৬৭৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার মনপুরা উপজেলায় আজ প্রায় ৩৫ কেজি ওজনের বিপন্ন প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার  মেঘনা নদীর চরে জলপাই রঙের কাছিমটি আটকা পড়ে।
পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা কাছিমটি উদ্ধার করে অবমুক্ত করে। এ নিয়ে গত ২২ দিনে মনপুরা উপজেলায় একই প্রজাতির মোট ৩টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসব কাছিম দৈর্ঘ্যে ৫০ থেকে ৭৫ সেন্টিমিটার ও ওজনে ২৫ থেকে ৪৬ কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের প্রধান খাদ্য মাছ, জেলিফিশ, শামুক, কাকড়া, শৈবাল প্রভৃতি।
বন বিভাগের মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাশেদুল হাসান  জানান, কাছিমটির ইংরেজি নাম অলিভ রিজল সি টারটোল ও বৈজ্ঞানিক নাম লেপিডোচেলিস অলিভাসিয়া। আশার কথা হল সারা বিশ্বে এটি বিপন্ন হলেও বাংলাদেশের উপকূলের বিন্নি চরাঞ্চলে এটি দেখা যায়।
তিনি আরো জানান, এ কচ্ছপ গভীর সমুদ্রে বিচরণ করে। যেহেতু এখন তাদের প্রজনন মৌসম, তাই ধারণা করা হচ্ছে প্রজননের জন্য নিরাপদ আশ্রয়ের খোঁজে চরে আসে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় প্রাপ্তবয়স্কক কাছিমটি আমরা মেঘনা নদীতে অবমুক্ত করি।
এর আগে চলতি মাসের ১২ তারিখ একই প্রজাতির প্রায় ৩০ কেজি ওজনের একটি কাছিম উদ্ধার করা হয় এবং গত মাসের ২৪ তারিখ একই ওজনের আরো একটি উদ্ধার করা হয়। সবগুলোই বন বিভাগ মেঘনা নদীতে অবমুক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat