×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৪৩৫৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার গৌড়-এ-শহীদ ঈদগাহ মাঠ পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায়ের লক্ষ্যে প্রস্তুতি কাজের তদারকি ও মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় গৌড়-এ-শহীদ ঈদগাহ ময়দান পবিত্র ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুতি কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ১৭ জুন এশিয়ার অন্যতম বৃহত্তর ঈদগাহ ময়দান, গোড়-এ-শহীদ ঈদগাহ মাঠে প্রতিবারের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নামাজ আদায়ের সু-ব্যবস্থার জন্য মাঠের প্রস্তুতি কাজ গত কয়েকদিন থেকে শুরু করা হয়েছে। বৃষ্টি হলে যাতে মাঠে পানি জমে না থাকে সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এখন মাঠের শুধু টুকিটাকি কাজ চলছে।
সমগ্র মাঠে রোলার দিয়ে রোলিংয়ের কাজ করা হচ্ছে। জেলা প্রশাসন ও দিনাজপুর পৌরসভা যৌথভাবে এই মাঠের প্রস্তুতির কাজ করছেন। সম্মুখে বর্ষা মৌসুম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যেও আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে যাতে নামাজ আদায় হয়, সেই লক্ষ্যেই সবধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম এমপি সার্বক্ষণিক ঢাকা থেকে জেলা প্রশাসন ও পৌরসভার মেয়রের সঙ্গে ঈদগাহ মাঠ প্রস্তুতির বিষয় যোগাযোগ করছেন। তিনি ঈদগাহ মাঠের প্রস্তুতির বিষয় সবধরনের দিকনির্দেশনা দিচ্ছেন। তার পরামর্শে ঈদগাহ মাঠের কাজ চলছে।
তিনি বলেন, ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের অযু ও প্রয়োজনে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। অস্থায়ীভাবে প্রায় ৫০টি  অস্থায়ী বাথরুম নির্মাণ করা হয়েছে। ইলেকট্রিক ব্যবস্থা ও ঈদগাহ মাঠের নান্দনিক মিনারসহ স্থাপনা ধোয়া-মোচা ও রঙ করা হয়েছে। আগত মুসল্লিদের মোটরসাইকেল অন্যান্য যানবাহন নিরাপদে রাখার জন্য ঈদগাহ মাঠের বাহিরে একাধিক ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থায় ঈদগাহ মাঠের মধ্যে চারটি নিরাপত্তা চৌকি ও পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হচ্ছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি র্যাইব সদস্যরা নিয়োজিত থাকবেন। র্যা ব ঈদের জামাত চলাকালীন সময়ে ড্রোন চালিয়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
আগত মুসলিমদের ঈদগাহ মাঠে প্রবেশের জন্য পূর্বের মতো একাধিক গেইট থাকবে। ওই গেইট দিয়ে মুসল্লীরা নিরাপত্তার মধ্যে মাঠে সহজে প্রবেশ করে নামাজ আদায়ের অংশগ্রহণ করবেন।
ঈদগাহ মাঠ পরিদর্শনকালে জেলা প্রশাসনের সঙ্গে উপস্থিত ছিলেন- পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার ও প্রকৌশলী মতিউর রহমান মতি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat