সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি হতে রাঘববাড়িয়া পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে ২হাজর মিটার পাকা (বি.সি দ্বারা উন্নয়ন) রাস্তার উদ্বোধন করা হয়েছে। বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর।
শুক্রবার বিকেল ৪টায় বন্যাকান্দি বাজার চত্তরে এ রাস্তার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। উদ্বোধনের সময় তিনি তার বক্তব্যে বলেন উল্লাপাড়ার আনাচে কানাচে সকল রাস্তা পাকা করণ করে দিবো কোন রাস্তাই কাচা থাকবে না।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ভাই চেয়ারম্যান আবু সাঈদ স্বপন, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ, এমপির ব্যক্তিগত সচিব রিয়াজুল ইসলাম সহ প্রমুখ।