×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৬
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  দেশে উন্নয়নের ধারা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আরিফুর রহমান দোলন। আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া কামারবাড়ি মন্দিরে মতুয়া মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান দোলন বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ দেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের নাগরিকের। অতীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। আওয়ামী সরকার ক্ষমতায় এসে সে সম্প্রীতি ফিরিয়ে আনে। এ সরকারে থাকলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। ফরিদপুরের তরুণ এ নেতা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশে শান্তির স্বার্থে আপনাদের, আমাদের ঐক্যবধ্যভাবে এ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ সময় ফরিদপুরের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবেন বলে জানান দোলন। বলেন, নিজেকে এ অঞ্চলের মানুষের জন্য একজন সেবক হিসেবে দেখতে চাই। জনগণ হলো মনিব। আপনারা মনিব। আমি আপনাদের ভৃত্য। আপনারা আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। আমি আপনাদের সেবক হতে চাই। ফরিদপুরের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যেতে চাই। সমাজসেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চনমুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দোলন আরো বলেন, আপনারা আমার পূর্ব পুরুষের ইতিহাস জানেন। আমার পরিবার শত বছর ধরে মানুষের সেবার নিয়োজিত। আমাদের পারিবারিক ইতিহাস মানুষের সেবা করার শত বছরের ইতিহাস। মরহুম কাঞ্চনমুন্সী রহ এ অঞ্চলের মানুষের উন্নয়ন, শিক্ষা ও কর্ম সংস্থানের জন্য কাজ করে গেছেন। আমি সেই কাজকে আরো এগিয়ে নিতে চাই। জনসেবা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার একজন কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চাই। দোলন বলেন, সৃষ্টিকর্তা যেন আমার জনসেবা করার ইচ্ছা মঞ্জুর করেন। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আমি যেন আমৃত্যু আপনাদের ভৃত্য হিসেবে জনসেবা করে যেতে পারি। জনকল্যাণে সবসময় নিয়োজিত রাখতে পারি। উপস্থিত জনতা তার বক্তব্যকে কড়তালি দিয়ে স্বাগত জানায়। অনু্ষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম শহীদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat