নিজস্ব প্রতিনিধি:-
সাভারে চলন্ত বাসে যাত্রীবেশে ছিনতাইকারীরা গুলি করে ৬ লাখ ৩২ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীর গুলিতে আবুল হোসেন (৫০), তার ভগ্নিপতি ছানোয়ার হোসেন (৩৫) ও শ্যালক টুটুল (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে আবুল হোসেন (৫০) ও ছানোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টার দিকে সাভারে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেইরিফার্ম গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত আবুল হোসেন জানান, তিনি মুদির ব্যবসায়ী। আজ সকালে সাভার ইসলামী ব্যাংক শাখা থেকে ৫ লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করেন। তাদের কাছে ব্যবসার আরো ৯০ হাজার টাকা ছিল। তারা ৬ লাখ ৩২ হাজার টাকা নিয়ে একটি মিনিবাসে করে রওয়ানা দেন। বাসটি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বাসের ভেতর যাত্রীবেশি ছিনতাইকারীরা তাদের শরীরে আগ্নেয়াস্ত্র ঠেকায়। তাদের পা লক্ষ্য করে গুলি করার পর টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাস থেকে নেমে যায়।