×
ব্রেকিং নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা ময়মনসিংহে ‘সর্বজনীন পেনশন স্কীমের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা কুড়িগ্রামে শিশু একাডেমি আয়োজিত স্কুলভিত্তিক নৃত্য প্রতিযোগিতা টাইগারদের দৃষ্টি জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে অবিশ্বাস সৃষ্টি করেছিল : ওবায়দুল কাদের দেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সরকার সব ধরণের পদক্ষেপ নেবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দেবে ভারতের মণিপাল হসপিটাল কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হবিগঞ্জের বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ৩, প্রধান অভিযুক্ত ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার নয়াপল্টনে শপিংব্যাগে থাকা ককটেল বিস্ফোরণে কিশোর আহত
  • প্রকাশিত : ২০১৭-০২-১১
  • ৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের নতুন কোনো নির্বাহী আদেশ জারির আভাস
 আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। কিন্তু নির্বাচনী একটি প্রতিশ্রুতিও মসৃণভাবে বাস্তবায়ন করতে পারছেন না। ক্ষমতায় এসেই তিনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাহী আদেশবলে সাত মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু জারি করা সেই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ বহাল রাখেন আদালত। সর্বশেষ ট্রাম্প প্রশাসনের করা একটি আপিলে আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। বিচারকাজে অংশ নেন তিনজন বিচারপতি। তাঁরা সবাই স্থগিতাদেশের পক্ষে অবস্থান নেন।ফেডারেল আদালতের নবম সার্কিট আপিল কোর্টের ওই রায়ে হেরে বিচারকদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখিয়েছিলেন ট্রাম্প। নিজের টুইটে ‘যুক্তরাষ্ট্রে কিছু হলে ওই বিচারক ও বিচারব্যবস্থা দায়ী থাকবে’—এমনটাও লিখেছিলেন তিনি। কিন্তু পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে কিছু বলেননি তিনি।এরই মধ্যে আবার হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার এক বিবৃতিতে জানিয়েছিলেন, ফেডারেল কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না তাঁরা। বরং প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কোনো নির্বাহী আদেশ জারির আভাস দিয়েছিলেন তিনি। এবার একই কথা জানালেন ডোনাল্ড ট্রাম্পও।ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমরা লড়াইয়ে (আইনি লড়াইয়ে) জিতবই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটু সময় লাগবে। তবে জিতব আমরাই। এ ছাড়া আমাদের হাতে আরো নানা বিকল্প আছে। আমরা এখনই একটি একেবারে নতুন আদেশ (ব্র্যান্ড নিউ অর্ডার) জারি করতে পারি। ট্রাম্প বলেন, ‘এটাকে (ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে ফেডারেল আদালতের স্থগিতাদেশ) হয়তো সুপ্রিম কোর্টে টেনে নেওয়া যায়। কিন্তু আমাদের কাজের তালিকায় সেটি নেই। নতুন আদেশ জারিই ভালো সমাধান।এ সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে নতুন আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগের আদেশের সঙ্গে এর ‘খুব সামান্যই’ পার্থক্য থাকবে।এদিকে, ট্রাম্পের এ ঘোষণার পর নতুন নির্বাহী আদেশের বিষয়ে আবারও কথা বলেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের আরেক মুখপাত্র জানান, দেশকে সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে নতুন আরেকটি নির্বাহী আদেশ জারির কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহেই নতুন ওই আদেশ জারি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat