×
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কুইক রেসপন্স টিম চান সিটি মেয়র চুয়াডাঙ্গায় আম সংগ্রহের সময়কাল আগামী ১৬ মে থেকে শুরু চাঁদপুরের দুই উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা নাটোরের দুইটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগির সংখ্যা বাড়ছে : অর্থ প্রতিমন্ত্রী কারো মদদে বিএনপি চাঙ্গা হয়ে যাবে সে পরিস্থিতি তাদের নেই: ওবায়দুল কাদের ভোলায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচারণা সাম্প্রদায়িকতা ও কূপমন্ডুকতা রুখতে দরকার দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণ : পররাষ্ট্রমন্ত্রী এলএএনপিএসি’র সিম্পোজিয়ামে অংশগ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০১৭-০২-১৫
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভালো চরিত্রে অভিনয় করতে চাই : সোনম
বিনোদন ডেস্ক:-প্রিয়াংকা চোপড়া ও দীপিকা পাডুকোনের পর, বলিউড অভিনেত্রী সোনম কাপুরেরও এবার হলিউডে নিজেকে প্রমাণের পালা এসেছে। হলিউডের ট্যালেন্ট এজেন্সি ইউটিএর (ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি) সঙ্গে বলিউড এই অভিনেত্রী চুক্তিবদ্ধ হয়েছেন। ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, চুক্তির পর সোনামের হলিউডের প্রোজেক্টে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইউটিএর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিকে সোনম অবশ্য এরইমধ্যে বলেছেন করন জোহরের টিভি শো ‘কফি উইথ করনে’। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন আরেক বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ওই শোতে ইউটিএর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে সোনম বলেন, ‘মানুষ এখন বলতে থাকবে, ওহ, সেও হলিউডে যাচ্ছে!’হলিউড হোক বা বলিউড, ছবি বাছাইয়ের ক্ষেত্রে একইরকম থাকবেন সোনম। তিনি বলেন, ‘আমি সেই রকম চরিত্রই খুঁজছি যা আমি বলিউডে কাজ করার সময় খুঁজে থাকি। হলিউড হলেও আমি ভালো চরিত্রে অভিনয় করতে চাই। এখানে কোনো পার্থক্য করব না। যেখানে আমি ভালো কাজ পাব, সেখানেই কাজ করব, এমনকি সেটা চীনে হলেও। কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেটা কোনো ব্যাপার না।’ হলিউডের কোনো প্রকল্প কি মনে ধরেছে সোনমের? এমন প্রশ্নের জবাবে সোনম বলেন, ‘না, এখনো না।’হলিউডে কাজ পেলেও সোনম বলিউডের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলতে চান না। তিনি বলেন, ‘আমি মনে করি না, ভালো কাজ করলে আমার ক্যারিয়ার পিছিয়ে যাবে। আমি যথাযথভাবে আমার সময়কে ব্যবহার করতে চাই। আর আমি তো উন্মাদ নই, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলব, ওহ, আমি একজন হলিউডের তারকা হতে চাই। এমনটা আসলে হয় না, কিন্তু অভিনেত্রী হিসেবে আমি আমার কাজের ক্ষেত্র প্রসারিত করতে চাই। যদি আমার বিদেশের এজেন্ট আমাকে হলিউডে কাজ করার প্রস্তাব দেন, একই সঙ্গে আমি যদি দেখি বলিউডের কাজটি বেশি আকর্ষণীয় তাহলে বলিউডেই কাজ করব। বিষয়টি বলিউডের ক্ষেত্রেও একই রকম হবে। আর কাজ তো একটাই, অভিনয় করতে হবে, দুই জায়গাতেই। শুধু ভাষাটা আলাদা।’যেহেতু সোনমের আগে দীপিকা ও প্রিয়াংকা হলিউডে কাজ করেছেন তাই তাঁদের সঙ্গে তুলনার বিষয়টি এসেই পড়ে। বিষয়টি অবশ্য একেবারেই এড়িয়ে যেতে চান না সোনম, বরং অগ্রজ এই দুই নায়িকার ব্যাপারে বেশ ইতিবাচক তিনি। সোনম বলেন, ‘আমি মনে করি তাঁরা অনেক ভালো কাজ করছেন এবং আশা করছি তাঁদের মতোই আমি কাজ করব। আমি মনে করি না, আমি কখনোই তাঁদের উচ্চতায় পৌঁছাতে পারব। এই তুলনায় আমার কোনো সমস্যা নেই, কারণ আমি মনে করি না তাঁদের মতো এত ভালো কাজ করতে পারব। তাঁরা খুবই ভালো করছেন এবং আশা করছি আমি তাঁদের যৎসামান্য করতে পারব। সেটা করতে পারলেই আমি খুশি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat