×
ব্রেকিং নিউজ :
আনসারুল্লাহ বাংলা টিমের ৩ সদস্যের কারাদণ্ড গোপালগঞ্জে দারিদ্র বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ ভোলার ৩ টি উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল রাঙ্গামাটিতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজ নকল ডায়াবেটিস টেস্টিং স্ট্রিপস ধ্বংসে হাইকোর্ট নির্দেশ ক্রেতারা প্লট বা ফ্ল্যাট কিনে যেন হয়রানির শিকার না হয় : রিহ্যাবকে রাষ্ট্রপতি দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের
  • প্রকাশিত : ২০১৭-০৩-০২
  • ৬১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনাবিচারে অর্ধযুগের বেশি সময় ধরে কারাগারে বন্দি থাকা এক নারী আসামিকে জামিন
বিশেষ প্রতিবেদক মোঃ নুর উদ্দিন :- বিনাবিচারে অর্ধযুগের বেশি সময় ধরে কারাগারে বন্দি থাকা এক নারী আসামিকে জামিন এবং দুজনের মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এক নারী আসামির বিষয়ে জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার এই চার নারীর বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।জামিন পাওয়া আসামি হলেন সুমী আক্তার। এ ছাড়া যেসব আসামির মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে তাঁরা হলেন শাহনাজ বেগম ও রাজিয়া সুলতানা।এ ছাড়া বন্দি রানী ওরফে নূপুরের জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।মামলার বিবরণে জানা যায়, অর্ধযুগের বেশি সময় চার নারীর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে থাকার তথ্য আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা। গত ৩০ নভেম্বর প্রাথমিক শুনানি শেষে এসব আসামিকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।একইসঙ্গে গত ১৬ জানুয়ারি তাঁদের আদালতে হাজির করার পাশাপাশি মামলার নথিও হাজির করতে বলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, ওইদিন তাঁদের আদালতে হাজির করা হয়। ওইদিন শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন রাখেন। আজ আদালত এ আদেশ দেন।মামলায় আরো বলেন, রাজধানীর শ্যামপুর থানায় একটি হত্যা মামলায় ২০০৮ সালে আসামি সুমী আক্তারক গ্রেপ্তার করা হয়। ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে তিনি কারাগারে রয়েছেন। ঢাকার মহানগর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন এই মামলায় তাঁকে ৫০ বার হাজির করা হয়। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করা হয়।নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ইলমদি গ্রামের শাহনাজ বেগম দোহার থানায় ২০০৮ সালে করা একটি হত্যা মামলায় একই বছরের ১৬ সেপ্টেম্বর থেকে কারাগারে আছেন। বর্তমানে মামলাটি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অষ্টম আদালতে বিচারাধীন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৬ বার তাঁকে আদালতে হাজির করা হয়।২০০৯ সালে তুরাগ থানায় করা এক হত্যা মামলায় গাজীপুরের টঙ্গী থানার বেদেবহর এলাকার রাজিয়া সুলতানা ওই বছরের ২১ মে থেকে কারাগারে আছেন। ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন ওই মামলায় ৬০ বার তাঁকে আদালতে হাজির করা হয়। তাঁকে চলতি বছরের ৯ আগস্ট আদালতে হাজির করা হয়। ময়মনসিংহের রানী ওরফে নূপুর ২০০৯ সালে রমনা থানায় করা এক হত্যা মামলায় ওই বছরের ২১ নভেম্বর থেকে কারাগারে আছেন। ঢাকার বিশেষ জজ আদালত ৮-এ থাকা এই মামলায় তাঁকে ৬৫ বার আদালতে হাজির করা হয়। সর্বশেষ চলতি বছরের ২১ আগস্ট নূপুরকে আদালতে হাজির করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat