×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০৫-১০
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইনালে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবেন বুফন-আলভেজরা
স্পোর্টস ডেস্ক: – প্রথম লীগটা জিতে আগেই ফাইনালের পথটা পরিষ্কার করে রেখেছিল জুভেন্টাস। আর দ্বিতীয় লেগে নিজেদের মাঠে তুলির শেষ আঁচড়টা বসাল তুরিনের ওল্ড লেডিরা। দ্বিতীয় লেগের ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৪-১ গোলের ব্যবধানে কার্ডিফের ফাইনালে জায়গা করে নিল আল্লেগ্রির শিষ্যরা। আগের ম্যাচে ২-০ গোলে হেরে যাওয়ায় মোনাকো চেষ্টা করেছিল লড়াইয়ে ফিরতে, তবে সফরকারীদের সেই সুযোগ দেয়নি জুভেন্টাস। ফাইনালে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবেন বুফন-আলভেজরা। আতলেতিকোকে প্রথম লেগে ৩-০ গোলে হারানোয় ফাইনালে পথে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।জুভেন্টাসের মাঠে স্বাগতিকদের অবাক করে দিয়ে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকে মোনাকো। দ্বিতীয় মিনিটেই দারুণ আক্রমণ করে বসে মোনাকো। তবে গোল পায়নি তারা। পঞ্চম মিনিটে কিলিয়ান এমবাপের শট হোলপোস্টে লাগলে শুরুতেই গোলবঞ্চিত হয় মোনাকো। সপ্তম মিনিটে ফ্যালকাওয়ের দারুণ শট চলে যায় গোলবারের ওপর দিয়ে।ঘরের মাঠে জুভেন্টাস প্রথম আক্রমণ করে ২৫তম মিনিটে। গোলরক্ষককে একা পেলেও জালে বল জড়াতে পারেননি মারিও মানজুকিচ। ৩০তম মিনিটে ফ্যালকাওয়ের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বুফন। এরপরই প্রথম গোল পায় জুভেন্টাস। ৩৪তম মিনিটে সেই মানজুকিচই এগিয়ে দেন ইতালির ক্লাবটিকে। আলভেসের ক্রস থেকে তাঁর হেড কোনোমতে ঠেকান মোনাকোর গোলরক্ষক। ফিরতে বলে বুলেট গতির শট আর ফেরাতে পারেননি তিনি।৪৪তম মিনিটে আলভেজের দেওয়া বলে সহজ সুযোগ মিস করেন দিবালা। তবে পরের মিনিটে নিজের গোল করে সেটা পুষিয়ে দেন ব্রাজিল তারকা আলভেজ। গোলপোস্টের ২৫ গজ দূর থেকে দারুণ এক ভলিতে ব্যবধানটা দ্বিগুণ করেন তিনি। এ গোলেই ম্যাচ থেকে ছিটকে পড়ে মোনাকো।বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৯ মিনিটে মোনাকোর হয়ে গোল শোধ করেন এমবাপে। এরপর অনেকবারই গোল শোধের চেষ্টা করেছে ফরাসি দলটি তবে সফল হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করল জুভরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat