×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৭
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় রাতের বিরতির পর সকাল থেকে ফের অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি: – ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামে ‘জঙ্গি আস্তানা’য় রাতের বিরতির পর সকাল থেকে ফের অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। সেখানে সকাল ১০টার দিকে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, আজকের অভিযানে র‍্যাবের কমান্ডোরা রয়েছেন। এখন পর্যন্ত নতুন করে কিছু পাওয়া যায়নি। গতকালকে পাওয়া দুটি সুইসাইডাল ভেস্ট নিষ্ক্রিয়করণের কাজ চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ঘটনাস্থলে আরো উপস্থিত আছেন র‍্যাবের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ, র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার রফিকুল ইসলাম, র‍্যাব ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সন্ধ্যা ৬টার পর অভিযান স্থগিত করা হয়। রাতে সেখানে শক্তি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল থেকে ওই এলাকায় জারি করা ১৪৪ ধারা এখনো বহাল আছে। বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না। গতকাল মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়ি ঘিরে রাখে র‍্যাব। ধারণা করা হচ্ছিল, এ দুটি বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে। পরে একটি বাড়ির বাঁশবাগান থেকে দুটি সুইসাইডাল ভেস্ট (বোমাসহ কোমরে বাঁধার জন্য বেল্ট) উদ্ধারের কথা জানায় র‍্যাব। চুয়াডাঙ্গা গ্রামের এ দুটি বাড়ির মালিক সেলিম ও তাঁর চাচাতো ভাই প্রান্ত। এ দুজনকেই সন্দেহ পুলিশের। সেলিম চুয়াডাঙ্গায় নিহত ‘জঙ্গি’ তুহিনের ভাই। র‍্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এ বাড়ি দুটির ওপর নজর রাখছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat