×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৮-০৭-৩১
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ডাইভিং’য়ের অভিযোগ স্বীকার নেইমারের
স্পোর্ট ডেস্ক:-এবারের বিশ্বকাপে ফাউলের শিকার হওয়ার পর বাড়তি প্রতিক্রিয়া দেখানোর অভিযোগ মেনে নিয়েছেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার। জিলেটের এক বিজ্ঞাপনে তিনি এই কথা স্বীকার করেন।
ব্রাজিলের টিভি চ্যানেলগুলোয় প্রকাশিত এই ভিডিওতে প্রথমবারের মতো অভিযোগটি স্বীকার করেন পিএসজি তারকা। ভবিষ্যতে এমনটা না করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে আগাম বিদায় নিয়েছিল। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে দুই গোল এবং এক অ্যাসিস্ট নিয়ে বিশ্বকাপটা তেমন মন্দ কাটেনি বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।
নেইমার তারপরও সমালোচনার শিকার হয়েছেন। কিন্তু সেটা অন্য কারণে। রাশিয়ায় তাকে লক্ষ্য করে করা ফাউলের পরিপ্রেক্ষিতে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতেন সাবেক বার্সেলোনা তারকা। এর ফলশ্রুতিতেই সমর্থক এবং সাবেকদের রোষানলে পড়তে হয়েছে নেইমারকে।
জিলেটের বিজ্ঞাপনটিতে নেইমার বলেন, ‘আপনার মনে হতে পারে আমি বাড়াবাড়ি করি। এটা ঠিক যে আমি কখনো কখনো বাড়াবাড়ি করি। কিন্তু সত্যটা হচ্ছে মাঠে আমাকে বেশ ভুগতেও হয়।’
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বেলজিয়ামের কাছে হারের ব্যাপারে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেই কথা বলেছিলেন নেইমার। তবে ম্যাচটির পরপরই গণমাধ্যমে সে ব্যাপারে কথা বলা থেকে বিরত ছিলেন তিনি। যা তার উপর ক্ষোভের আগুনে ঘিই ঢেলেছিল কেবল।
বিজ্ঞাপনটিতে ব্রাজিল ফরোয়ার্ড বোঝানোর চেষ্টা করেছেন কেন তিনি ওই খেলাটি নিয়ে কথা বলেননি। এ ব্যাপারে তার বক্তব্য, ‘যখন আমি সাক্ষাৎকার দেয়া ছাড়াই চলে যাই, তার মানে এই নয় যে, আমি শুধু বিজয়ীর জয়মাল্যই চাই। এর মানে হচ্ছে আমি এখনো শিখিনি কি করে আপনাদের হতাশ করতে হয়। যখন আমাকে দুর্বীনিত মনে হয়, এর মানে এই নয় যে বখে যাওয়া ছেলে। এর কারণ হচ্ছে কিভাবে হতাশ হতে হয় তা আমি শিখিনি।’
নেইমার ভিডিওটিতে বলেন তার খেলার ধরনে কখনো কখনো বিশ্ব বিমোহিত হয়ে যেতে পারে, কখনো কখনো পুরো বিশ্ব বিরক্ত হতে পারে। তিনি বলেন, ‘আমার ভেতরের সেই সত্তাটিকে জীবিত রাখতে আমি লড়াই করে যাবো, কিন্তু মাঠে নয়। আপনার মনে হতে পারে আমি বারবার পড়ে যাচ্ছি, কিন্তু সত্যটা হচ্ছে আমি পড়ে যাইনি, আমাকে পড়তে বাধ্য করা হয়েছিল। সদ্য অস্ত্রোপচার হওয়া গোড়ালিতে যেকোনো আঘাতই বেশ বেশ বেদনাদায়ক।’
ভিডিওটির শেষ দিকে বদলে যাওয়ার অঙ্গীকার করেছেন ব্রাজিল তারকা। তিনি বলেন, ‘আপনাদের সমালোচনা স্বীকার করতে আমি বেশ সময় নিয়েছি। আয়নায় নিজেকে দেখে নতুন এক মানুষ হয়ে উঠতে বেশ সময় নিয়েছি আমি।’
জিলেটের বিজ্ঞাপনটি শেষ হয়েছে সমর্থকদের দুটো উপায় বাতলে দিয়ে। নেইমার বলেন, ‘আপনি পাথর হাতে দাঁড়িয়ে থাকতে পারেন কিংবা সেগুলো ছুড়ে ফেলে দিয়ে আমাকে দাঁড়াতে সাহায্য করতে পারেন। যখন আমি দাঁড়াই, পুরো ব্রাজিলই আমার সাথে দাঁড়ায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat