×
ব্রেকিং নিউজ :
চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ২৮ জনের মনোনয়নপত্র জমা কক্সবাজার সৈকতে সার্ফিং প্রশিক্ষণ শুরু তাসকিন-সাইফুদ্দিনের বোলিং নৈপুণ্যে ১২৪ রানে অলআউট জিম্বাবুয়ে সরকারকে চাপে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই চাপে আছে:ওবায়দুল কাদের খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি দেশের ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বন্ধ জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতির পিতার সমাধিতে পানি সম্পাদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শ্রদ্ধা সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসায় যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল
  • প্রকাশিত : ২০২০-০১-১১
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষে জাতীয় স্কুল ক্রিকেট বঙ্গবন্ধুর নামে

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেটের ২০১৯-২০ আসর হবে বঙ্গবন্ধুর নামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। আগামী ২০ জানুয়ারী থেকে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে সারা দেশের ৫৫৬ স্কুলের প্রায় ১১ হাজার ক্ষুদে ক্রিকেটার অংশ নিবে স্কুল ক্রিকেটের এ জাতীয় আসরে।
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র মিডিয়া লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটের নতুন লোগো উন্মোচন করায় হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ, বিসিবি’র পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন ও প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ডস নাজমুল করিম চৌধুরী।
বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান সুজন বলেন, ‘স্কুল ক্রিকেট আস্তে আস্তে তার হারানো ঐতিহ্য ফিরে পেতে শুরু করেছে। এবার অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের ৪ ক্রিকেটারের অভিজ্ঞতা আছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট খেলার। বয়স ভিত্তিক সব জাতীয় দলেই এখন স্কুল ক্রিকেট খেলা ক্রিকেটারের সংখ্যা অনেক।’
লোগো উন্মোচন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশেই সরকারী-বেসরকারী উদ্যোগে চলছে নানা আয়োজন। বঙ্গবন্ধুর নামেই হচ্ছে এবারকার স্কুল ক্রিকেট। প্রতি বছর রেকর্ড সংখ্যক ক্ষুদে ক্রিকেটার অংশ নেয় স্কুল ক্রিকেটে। এবারকার আয়োজন নিশ্চয়ই সবার জন্য দারুন স্মরণীয় হয়ে থাকবে। আমরা এর সঙ্গী হতে পেরে গর্বিত।’
৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ, ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশীপ। দেশের ৭০টি ভেন্যুতে হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট ৯৬০টি ম্যাচ। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল ও রানার্স আপ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া।
উল্লেখ্য,গত ৪ বছর ধরে জাতীয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat