×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২০-০১-৩০
  • ৩২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন থেকে দেশে ফিরতে ৩৭০ শিক্ষার্থীর নিবন্ধন :পররাষ্ট্রমন্ত্রী

 পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, মারাত্মক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে এখন পর্যন্ত ৩ শ’ ৭০ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরতে বেইজিংয়ে বাংলাদেশ মিশনে নিবন্ধন করেছেন। তিনি আজ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ উন্নয়ন ফোরাম ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৩ শ’ ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী, যাদের বেশিরভাগ চীনের উহান (ভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল) থেকে ফিরে আসার জন্য আগ্রহী হয়ে রেজিস্ট্রেশন করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, পনেরো বাংলাদেশি শিক্ষার্থী বেইজিং মিশনকে জানিয়েছেন, তারা এই রোগ সংক্রমণের আশংকা এড়াতে দেশে ফিরতে চান না। তবে, এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি নাগরিক সংক্রামিত হয়নি বলেও তিনি জানান। মোমেন বলেন, চীনা কতৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে কোন বিদেশী নাগরিক ভাইরাসে আক্রান্ত হলে তারা তার চিকিৎসার সকল ব্যয় বহন করবে। বাংলাদেশি শিক্ষার্থীরা ফিরতে পারবে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের নিতে প্রস্তুত আছি .. যখন চীন সরকার আমাদের অনুমতি দিবে আমরা তাদের ফিরিয়ে আনব।
চীন সরকার উহান ও অন্যান্য শহরগুলোকে সিল করে দিয়েছে এবং ভাইরাসটি সংক্রামিত হওয়ার ফলে ১৪ দিন ধরে কার্যত হাজার হাজার বিদেশীসহ ৫ কোটিরও বেশি মানুষ আটকা পড়েছে।
মোমেন বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে চীন সরকারের তারিখের অপেক্ষায় রয়েছি, তবে আমরা এই বিষয়টিতে আগ বাড়িয়ে কিছু করতে চাই না। চীন সরকারের অনুমোদন পাওয়ার পরে শিক্ষার্থীদের উহান থেকে বাসে বিমানবন্দরে নিয়ে আসা হবে, এবং বাংলাদেশ তার নাগরিকদের ফিরিয়ে আনার জন্য একটি চাটের্ড বিমান পাঠাবে। চীন থেকে ফিরে আসার পর শিক্ষার্থীদের পর্যবেক্ষণে হাসপাতালে স্থান করতে সকল প্রস্তুতি নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী। চীন থেকে প্রত্যাবর্তনকারী শিক্ষার্থীদের নজরদারি করতে স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালগুলোতে জায়গা তৈরির প্রস্তুতি নিয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন থেকে আসা যাওয়ার ওপর কোনও ভ্রমণ নিষেধাজ্ঞা জারির কোনও পরিকল্পনা বাংলাদেশের নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মত চীন থেকে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের দেশে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিমান ভাড়া করাসহ সকল প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ শ’ ৭০ জনে এবং নিশ্চিতভাবে সংক্রমিত হয়েছে ৭ হাজার ৭শ’ ১১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat