×
ব্রেকিং নিউজ :
স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী নীলফামারীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী হাবিবের সেঞ্চুরিতে সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৯
  • ৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের করা আরেক নির্বাচনী মামলা খারিজ করে দিয়েছে।
এ কারণে নির্বাচনের ফলাফল উল্টো দেয়ার ট্রাম্পের দুঃসাধ্য হয়ে ওঠা অপচেষ্টা আরো খাটো হয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
একজন রিপাবলিকান সমর্থক ডাকযোগে আসা ভোট বাতিল অথবা সকল ভোট ফেলে দিয়ে রাজ্যের আইনসভার ওপর বিজয়ী নির্ধারণের অনুমতি চেয়ে আবেদন করে।
এদিকে এ রাজ্যে ডেমাক্রেট প্রার্থী জো বাইডেন ৮১ হাজার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং ইতোমধ্যে ফলাফল সার্টিফাই করা হয়ে গেছে।
আদালত সর্বসম্মতভাবে উভয় দাবি খারিজ করে দিয়েছে।
এর আগে ফেডারেল আদালতও নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ট্রাম্প যে অভিযোগ করেছিলেন তা খারিজ করে দেয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে ট্রাম্প অব্যাহতভাবে অভিযোগ করে আসছেন। এমনকি তিনি তার এ অভিযোগ থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।এছাড়া পরাজয় স্বীকার না করার বিষয়েও এখনও অটল অবস্থানে রয়েছেন।
ট্রাম্প বৃহস্পতিবার প্রথমবারের মতো বলেছেন, আগামী ১৪ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজ ভোটে আনুষ্ঠানিকভাবে বাইডেনের বিজয় নিশ্চিত হলেই তিনি হোয়াইট হাউস ত্যাগ করবেন।
কিন্তু শুক্রবার টুইট করে তিনি বলেছেন, বাইডেনের পাওয়া হাস্যকর ৮ কোটি ভোট জালিয়াতি করে নেয়ায় তিনি পাননি। এই ভোট পেতে জালিয়াতির আশ্রয় নেয়া হয়নি, যদি এমন প্রমাণ করতে পারেন তবেই কেবল জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ঢুকতে পারবেন।
নির্বাচনে বাইডেন ৩০৬টি এবং ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। নির্বাচনে জেতার জন্যে কোন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন।
আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
বাইডেন বলেছেন, ভোটের ফলাফল উল্টে দেয়ার পক্ষে আমেরিকানরা দাঁড়াবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat