×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২০-১২-০৪
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বে অনেকগুলো ভ্যাকসিন অনুমোদিত হতে যাচ্ছে। ভ্যাকসিন উৎপাদনকারীরা এখন হ্যাকারদের টার্গেট হয়ে উঠেছে। হ্যাকাররা উৎপাদনকারীদের ব্যবসায়িক গোপনীয়তা চুরি অথবা সরবরাহ লাইন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে।
আইবিএম বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছে, তারা ধারাবাহিক অনেকগুলো সাইবার হামলার ঘটনা উদঘাটন করেছে, সম্ভবত সরকারী সংস্থাগুলো হ্যাকিংয়ের মাধ্যমে ভ্যাকসিন ডোজ সরবরাহে জড়িত কোম্পানিগুলোর কার্যক্রম ব্যহত করতে এই সাইবার হামলা চালানো হচ্ছে। অবশ্যইএই ভ্যাকসিন শীতলীকরণ অবস্থায় সরবরাহ করতে হবে।
বিশ্বের জায়ান্ট কম্পিউটার উৎপাদনকারী কোম্পানি আইবিএম বলেছে,ইউরোপিয়ান কমিশনের ডিরেক্টরেট জেনারেল ফর ট্যাক্সেশন এন্ড কাস্টমস ইউনিয়ন সাইবার হামলার লক্ষ্যে পরিণত হয়েছিল। পাশাপাশি সরবরাহ চেইনে জড়িত ইউরোপিয়ান এবং এশিয়ান কোম্পানিগুলো হামালার টার্গেট করা হয়। তবে কোম্পানিগুলোর নাম প্রকাশ করা হয়নি।
সাইবার নিরাপত্তায় কর্মরত গ্রুপ আইবিএম এক্স ফোর্স বিশ্লেষক ক্লেয়ার যাবোয়েভা ও মেলিসা ফ্রাইড্রিস একটি ব্লগ পোস্টে বলেন,‘ আমাদের টিম সম্প্রতি কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ প্রক্রিয়ায় কোল্ড চেইনে (শীতলীকরণ ব্যবস্থায়) জড়িত সংস্থা লক্ষ্য করে বিশ্বব্যাপী তথ্য চুরির প্রচেষ্টা উদঘাটন করেছে।’
ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন বিতরণে বুধবার সবুজ সংকেত দিয়েছে ব্রিটেন। ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত করতে অবশ্যই এই ভ্যাকসিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে।
এ জন্য ভ্যাকসিন বিতরণে চায়নিজ কোল্ড চেইন সরবরাহ কোম্পানি হায়ার বায়োমেডিক্যালের মতো বিশেষায়িত লজিস্টিক কোম্পানিগুলোর প্রয়োজন হবে। এই কোম্পানি জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat