×
ব্রেকিং নিউজ :
দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রকাশিত : ২০২০-১২-০৫
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে তিন টি-টুয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারী ভারত। সিডনিতে দ্বিতীয় ম্যাচ জিতে আগামীকালই সিরিজ নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। অন্য দিকে আগামীকালের ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে চায় স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই অসিদের । দু’দলের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে শুরু হবে।
ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে অস্ট্রেলিয়া। তাই ফুরফুরা মেজাজে টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছিলো অসিরা। ওয়ানডে সিরিজ হারলেও টি-টুয়েন্টিতে ভালো করার আত্মবিশ্বাসী ছিলো ভারত। প্রথম দুই ওয়ানডে হারের পরও শেষ ম্যাচটি জিতে চাঙ্গা হয়ে উঠে বিরাট কোহলির দল। সেই প্রমান মিলেছে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে।
বোলারদের নৈপুন্যে প্রথম টি-২০তে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারায় ভারত। ওপেনার লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা দলকে লড়াই করার পুঁজি এনে দেন। রাহুলের ৪০ বলে ৫১ রানের পর আর কোন ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। শেষের দিকে ব্যাট হাতে দারুন এক ঝড়ো ইনিংস খেলে ভারতকে লড়াই করার সাহস দেন জাদেজা। ২৩ বলে ৫টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৪৪ রান করেন। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রানের সংগ্রহ পায় ভারত।
ব্যাটিং করার সময় অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের এক বাউন্সারে মাথায় বলের আঘাত পান জাদেজা। অস্ট্রেলিয়ার ইনিংসে আর ফিল্ডিং করতে মাঠে নামেননি তিনি। জাদেজার পরিবর্তে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল।
বোলিংএর সুযোগ পেয়েই বাজিমাত করেন চাহাল। ৪ ওভারে ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। তার সাথে অভিষেক হওয়া বাঁ-হাতি পেসার টি নটরাজনও চমক দেখিয়েছেন। ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট শিকার করেন নটরাজন। ভারতের ছুঁড়ে দেয়া টার্গেট স্পর্শ করতে পারেনি অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে অসিরা। অস্ট্রেলিয়ার পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি কোন ব্যাটসম্যান। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৫ ও ডি আর্চি শর্ট ৩৪ রান করেন।
জয়ে দিয়ে সিরিজ শুরু করায় চাঙ্গা মনোভাব ভারতীয় শিবিরে। জয়ের ধারা অব্যাহত রেখে আগামীকালই সিরিজ জয় নিশ্চিত করতে চান ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটি আমাদের দারুন ছিলো। বোলাররা দুর্দান্ত করেছে। তবে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে, এমনকি আমাকেও। আশা করছি, পরের ম্যাচে ব্যাটসম্যানরা বড় স্কোর করতে পারবে এবং ম্যাচ জিতবো। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা।’
পক্ষান্তরে, সিরিজের শুরুটা ভালো না হলেও দল আত্মবিশ্বাসী আছে বলে জানান অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তিনি বলেন, ‘ছোট-ছোট ভুলের কারনে আমরা প্রথম ম্যাচ হেরেছি। এতে আমাদের আত্মবিশ্বাসে কোন চিড় ধরেনি। সিরিজে ঘুড়ে দাঁড়াতে আমরা মুখিয়ে আছি। আশা করি পরের ম্যাচে দল জ্বলে উঠবে।’
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, যুজবেন্দ্রা চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, সিন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, মইসেস হেনরিকস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল সামস, ডি’আর্চি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কুস স্টয়নিস, এন্ড্রু তাই, ম্যাথু ওয়েড ও এডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat